অনাকাক্সিক্ষত রেকর্ডে আমব্রিস
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
প্রস্তুতি ম্যাচে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সেটির পুরস্কার হিসেবেই হয়ত সুনিল আমব্রিস পেয়েছেন টেস্ট ক্যাপ। তবে অভিষেকটা হলো তিক্ততার ইতিহাস গড়ে। নাম লিখিয়েছেন তিনি রেকর্ড বইয়ে। তবে যেভাবে, সেটি নিশ্চয়ই চাননি আমব্রিস!
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রেকর্ড গড়েছেন আউটের ধরনে, যেটির নজির আর নেই আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে শুক্রবার হিট উইকেট হয়েছেন এই ব্যাটসম্যান। অভিষেক টেস্টে হিট উইকেট আউট আগেও হয়েছেন ১০ জন। তবে আমব্রিস ‘প্রথম’ হয়ে গেছেন অন্য জায়গায়। প্রথম বলেই হিট হননি আর কেউ। টেস্ট অভিষেকে শূন্য রানে হিট উইকেট হওয়ার নজিরও নেই আর একটিও।
ওয়েলিংটনে শুক্রবার আমব্রিস যখন উইকেটে যান, ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৮০। খানিক পরই সেটি হয়ে যায় ৫ উইকেটে ৮০। নিল ওয়াগনারের বুক সমান বাউন্সের বল ফাইন লেগে খেলতে গিয়েছিলেন। তার পায়ের পেছনের অংশ গিয়ে লাগে স্টাম্পে। আমব্রিস ফিরলেন প্রথম বলেই হিট উইকেট হয়ে।
অভিষেক টেস্টে হিট উইকেট আউট হওয়া প্রথম ব্যাটসম্যান নেভিল লিন্ডসে। ১৯২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গে এই স্বাদ পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের সেটিই ছিল একমাত্র টেস্ট।
আমব্রিসের আগে অভিষেক টেস্টে সবশেষ হিট উইকেট হওয়া ব্যাটসম্যানটিও ওয়েস্ট ইন্ডিজেরই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট অব স্পেনে হিট উইকেট হয়েছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান কার্লটন বাফ।
আমব্রিসকে দিয়ে পূরণ হলো টেস্ট অভিষেকে হিট উইকেটের একাদশ। ওয়ানডে অভিষেকে এই তিক্ত স্বাদ পেয়েছেন মাত্র ২ জন। ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ফুয়াদ বাকাস আউট হয়েছিলেন দ্বিতীয় বলে। ২০১২ সালে কানাডার জিসান সিদ্দিক হিট উইকেট হয়েছিলেন ৪৩ রানে।
টি-টোয়েন্টি অভিষেকে হিট উইকেট হননি কেউ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই হিট উইকেট হওয়া একমাত্র ব্যাটসম্যান তাই আমব্রিস।