ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
নিজেদের মাঠে কোপা দেল রেতে তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাদার সঙ্গে ড্র করলেও রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স নিয়ে হতাশ নন কোচ জিনেদিন জিদান।
সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে প্রতিযোগিতাটির শেষ ৩২ এর ফিরতি লেগে ২-২ গোলে ড্র করে রিয়াল।
তবে দুই লেগে মিলিয়ে ৪-২ ব্যবধানে শেষ ষোলোতে উঠেছে মাদ্রিদের দলটি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জয় পেয়েছিল গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।
ঘরের মাঠে সেরা একাদশের প্রায় সবাইকে বিশ্রামে রেখে দল সাজান জিদান। তাই এমন ফলে মন খারাপ নয় ফরাসি এই কোচের।
“আমি একটুও হতাশ নই। এটা অনুমিত ছিল। এটা খেলোয়াড়দের জন্য সহজ ছিল না।ৃএগিয়ে যেতে পারায় আমি খুশি। প্রতিপক্ষ দল খুব ভালো একটি ম্যাচ খেলেছে। গুরুত্বপূর্ণ বিষয় এটা পেরিয়েছি।”
“মানুষ যা চায় তাই বলতে পারে। কিন্তু তারা এটাও দেখেছে যে, তাদের খেলোয়াড়রা শেষ পর্যন্ত লড়াই করে। ম্যাচটিতে এমনসব খেলোয়াড়রা ছিল যারা একসঙ্গে খেলেনি।”