ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
সহকারী রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় ভালেন্সিয়ার বিপক্ষে লিওনেল মেসি ‘পরিষ্কার’ একটি গোল না পাওয়ায় চলছে তুমুল আলোচনা। এর মাঝে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস আশা প্রকাশ করলেন, আগামি মৌসুম থেকে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালু হলে এমন সমস্যা এড়ানো যাবে।
রোববার রাতে স্পেনের শীর্ষ লিগে ভালেন্সিয়ার সঙ্গে বার্সেলোনার ১-১ গোলে ড্র ম্যাচের ৩০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জোরালো শট ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন স্বাগতিক গোলরক্ষক নেতো। বল তার দুই পায়ের ফাঁক গলে গোললাইন পেরিয়ে গেলেও রেফারির চোখ এড়িয়ে যায়। টিভি রিপ্লেতেও পরিষ্কার দেখা যায়, গোললাইনের ভেতরে বল এক ড্রপ খাওয়ার পর গোলরক্ষক তা ফেরান।
কদিন আগেই ২০১৮-১৯ মৌসুমে থেকে লা লিগায় ভিএআর প্রযুক্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
ভবিষ্যতে এর সাহায্যে এমন ভুল এড়ানোর প্রত্যাশায় তেবাস বলেন, “স্পেন ও পুরো বিশ্বের সবাই গোলটি দেখেছে। আমি যদি বলি ওটা গোল ছিল না তাহলে আপনারা আমাকে অন্ধ বলবেন। ওটা গোল ছিল, অন্য কিছু নয়। আমরা আশা করি, আগামি মৌসুমে ভিএআরের সাহায্যে আমরা এই বিষয়গুলোর সমাধান করতে পারব।”