ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আগস্টে মৌসুম শুরুর পর দ্বিতীয়বারের মত কোচ বরখাস্ত করেছে লা লিগায় ধুকতে থাকা আলাভেস। মাত্র সাত ম্যাচ পরেই ইটালিয়ান কোচ গিয়ান্নি ডি বিয়াসিকে পদ থেকে সরিয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। এবারের মৌসুমে লা লিগায় মাত্র দুটি ম্যাচে আলাভেসকে জয় উপহার দিয়েছেন ডি বিয়াসি।
লেভান্তে ও এস্পানেয়লের বিপক্ষে ম্যাচে জয়ী হলেও রিয়াল সোসিয়েদাদ, রিয়াল বেটিস, ভ্যালেন্সিয়া, গেতাফে ও এইবারের বিপক্ষে পরাজয় বরণ করতে হয় আলাভেসকে। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাসকোয়েটসরা এখন টেবিলের তলানিতে রয়েছে।
এ সম্পর্কে আলাভেসের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘লা লিগায় সাম্প্রতিক ফলাফল বিচারে ক্লাব গিয়ান্নি ডি বিয়াসের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।’
লুইস জুবেলডিয়াকে বরখাস্তের পরে অস্থায়ী কোচের দায়িত্ব পাওয়া জেভিয়ার কাবেলোকে আবারো একই দায়িত্ব দেয়া হচ্ছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
গত মৌসুমে সাউদাম্পটনের ম্যানেজার মরিসিও পেলেগ্রিনিওর অধীনে আলাভেস কোপা দেল রে’র ফাইনাল খেলা ছাড়াও লা লিগায় নবম স্থানে ছিল। প্রায় এক দশক পরে গত আসরে লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করেছিল আলাভেস।