ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী জার্মানিকে রাশিয়া বিশ্বকাপের ‘ফেভারিট’ হিসেবে উল্লেখ করেননি হোর্হে সাম্পাওলি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলার ধরন পছন্দ নয় আর্জেন্টিনা কোচের!
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যাওয়া আর্জেন্টিনা শেষ রাউন্ডে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে একুয়েডরকে হারিয়ে ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নেয়।
অন্যদিকে, ইউরোপের বাছাইপর্বে ১০টি ম্যাচের সবকটিতে জিতে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে জার্মানি। মাঝে গত বছর নিয়মিত একাদশের অনেককে বিশ্রামে রেখেই ফিফা কনফেডারেশন্স কাপ জিতে তারা।
এমন দারুণ ফর্মে থাকার পরও জার্মানিকে বাদ রেখে রাশিয়া বিশ্বকাপের ফেভারিট হিসেবে ব্রাজিল, ফ্রান্স ও স্পেনের নাম বলেন সাম্পাওলি।
আর্জেন্টিনায় সাংবাদিকতা বিভাগের কিছু শিক্ষার্থীর সঙ্গে আলাপকালে আর্জেন্টিনা কোচ বলেন, “আমি মনে করি, ব্রাজিল, স্পেন ও ফ্রান্স আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে। আমি জার্মানিকে উল্লেখ করিনি, এর কারণ এমন নয় যে তাদেরকে আমি ভুলে গেছি। কারণ হলো, তারা যেভাবে খেলে সেটা আমার পছন্দ নয়।”