ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
সেরি আয় ক্রোতোনোকে সহজেই হারিয়ে জয়ের পথে ফিরেছে ইউভেন্তুস। রোববার রাতে লিগ টেবিলের নিচের দিকের দল ক্রোতোনোকে ৩-০ গোলে হারায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
ঘরের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে দারুণ হেডে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচ। ৬০তম মিনিটে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন কিছুক্ষণ আগে বদলি নামা ইটালিয়ান ডিফেন্ডার মাত্তিয়া দে শিলিও।
আর ৭১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন প্রথম গোলে অবদান রাখা মরক্কোর ডিফেন্ডার বেনাতিয়া।
সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল ইতালির অন্যতম সফল ক্লাবটি। ১৯ নভেম্বর লিগে সাম্পদোরিয়ার মাঠে ৩-২ ব্যবধানে হারের পর গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল ইউভেন্তুস।
১৪ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউভেন্তুস।
দিনের অন্য ম্যাচে উদিনেজেকে ১-০ গোলে হারানো নাপোলি ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
লিগে এখন পর্যন্ত আরেক অপরাজিত দল ইন্টার মিলান ২ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।