December 30, 2024, 11:03 pm

সংবাদ শিরোনাম
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে ইসলামপুরে সাবেক পৌর মেয়র আঃ কাদের শেখ আটক গাইবান্ধায় ৮২ বোতল ফেনসিডিলসহ দুই মহিলা মাদক কারবারি আটক। মধুপুরে ৩দিন ব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

পেনাল্টির দাম ১ মিলিয়ন ইউরো !

পেনাল্টির দাম ১ মিলিয়ন ইউরো !
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পেনাল্টি শট নিয়ে গত সপ্তাহে এডিনস কাভানি ও নেইমারের মধ্যকার দ্বন্দ্বের কথা সবারই জানা৷ কাভানি সব ঠিক আছে বলে জানান৷ দলের সবার কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান নেইমার৷ এরই মাঝে বোমা ফাটাল স্প্যানিশ সংবাদপত্র এল পাইস৷ তারা জানিয়েছে প্যারিস সাঁজার কর্তারা পেনাল্টি নেওয়ার দায়িত্ব নেইমারকে ছেড়ে দিতে ১ মিলিয়ন ইউরো অফার করেছিলেন কাভানিকে৷

বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার সময় নেইমার বলেছিলেন, পিএসজিকে তিনি নিজের ঘর মনে করেন৷ পাঁচ নম্বর ম্যাচে পেনাল্টি কিক নিয়ে ঝামেলার জড়িয়ে পড়েন কাভানি ও নেইমার৷ শুধু নেইমারই নয়, উরুগুয়ের তারকা বিবাদে জড়ান দানি আলভেজের সঙ্গেও৷ খেলার দ্বিতীয়ার্ধের শেষের দিকে নেইমারকে একটি পেনাল্টি শটের সুযোগ দিতে অস্বীকার করেন কাভানি৷
সেখান থেকেই বিবাদের সূত্রপাত৷ সেই ঘটানকে ধামাচাপা দিতে আসরে নামেন ক্লাব কর্তারা৷ গুঞ্জন উঠেছিল, ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়ে বাড়তি ১ মিলিয়ন ইউরো পাওয়ার জন্যই নাকি নেইমারকে পেনাল্টি নিতে দেননি তিনি৷ এ নিয়ে নেইমারের সাথে ড্রেসিংরুমেও কথা কাটাকাটি হয়েছে কাভানির৷ পিএসজি কোচ উনেই এমরে যদিও বলেছিলেন, ব্যাপারটা নিজেদের মধ্যেই মিটমাট করে নেবেন দুজনে৷পিএসজি প্রেসিডেন্ট নাসির আল খেলাইফি নিজেই এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছিলেন। কাভানিকে তিনি প্রস্তাব দেন, সর্বোচ্চ গোলদাতা না হলেও তাকে ১ মিলিয়ন ইউরো বোনাস দেয়া হবে৷ বিনিময়ে তিনি শুধু পেনাল্টিটা নেইমারকে নিতে দেবেন৷ প্রেসিডেন্টের প্রস্তাবটা নাকি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছেন কাভানি৷ পরের ম্যাচগুলোতেও পেনাল্টি তিনিই নেবেন বলে জানিয়ে দিয়েছেন কোচ ও ক্লাব কর্মকর্তাদের৷
Share Button

     এ জাতীয় আরো খবর