বাবুল রানা মধুপুর টাঙ্গাইল
‘মিলতে চাই প্রাণের টানে আবারো’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা ও তিনদিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাপড়ী বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মো. জুবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মিলন মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসোসিয়েশনের সভাপতি ও উক্ত প্রতিষ্ঠানের ছাত্র ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া, অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার।
বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, এলামনাই এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক মুজাফফর আকন্দ বাদল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আব্দুর রহিম মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইফরান হাসান তোতা।
উক্ত পিঠা উৎসবে প্রায় অর্ধশতাধিক স্টলে বিভিন্ন রকমের শীতকালীন পিঠার পসরা সাজিয়ে বসেছে বিদ্যালয়ের ১৯৬৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন ব্যাচের ছাত্র/ছাত্রীরা। তিনদিন ব্যাপী এ আয়োজনের গতকাল শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।
দেশবরেণ্য শিল্পীদের অংশ গ্রহনে হাজার হাজার গান প্রেমি দর্শকদের মনমাতানোর মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটে বর্ণাঢ্য সাজেসজ্জিত এ মিলনমেলা ও পিঠা উৎসবের।