January 2, 2025, 5:52 pm

সংবাদ শিরোনাম
বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা ২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগের নেতাদের অপরাধের বিচারের বছর ডিসেম্বর মাসে এলে সর্বোচ্চ রেমিট্যান্স ছাত্র দলের খাবার বিতরন

হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজি প্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা কমেছে। অন্য দিকে আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে আলু, পেঁয়াজ ও আদার।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে হিলি স্থানীয় বাজার ঘুরে বিক্রেতা ও ক্রেতার সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

আজ পটোল কেজি প্রতি ২০ টাকা কমে ৬০ টাকা, বেগুন কেজি প্রতি ৩০ টাকা কমে ৬৫ টাকা, শিম কেজি প্রতি ১৫ টাকা কমে ৫৫ টাকায়, মুলা কেজি প্রতি ১০ টাকা কমে ৩০ টাকা, ফুলকপি প্রকার ভেদে প্রতি পিস ৫-১০ টাকা, বাঁধাকপি এখন ১০ টাকা পিচ হিসেবে বিক্রি হচ্ছে। অন্য দিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা, আলু রোমানা ৩৮-৪০ টাকা, ক্যারেজ ৩০-৩৫ টাকা, আদা ১০০ টাকা। কয়েক দিন আগে পেঁয়াজ ৬০-৭০ টাকা আলু ৫৫-৬০ টাকা ও আদা ২০০ টাকা বিক্রি হয়েছে।

এছাড়া দেশি টমেটো কেজি প্রতি ৫০ টাকা কমে ৬০ টাকায় এবং করলা কেজি প্রতি ৩০ টাকা কমে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে সরবরাহ বেশি হওয়ার কারণে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে কথা হয় সাইফুল ইসলাম এর সাথে বলেন, কয়েক দিন বাজারে সব ধরনের সবজি সহ আলু, পেঁয়াজ ও আদার দাম বৃদ্ধি ছিলো। আজ বাজার করতে এসে দেখি সব কিছুর দাম অনেক কমেছে। আলু কিনলাম ৪০ টাকা কেজি ও ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা ও আদা ১০০ টাকা কেজি। এছাড়াও বাজারে সব ধরনের সবজির দাম ও অনেক কমেছে।

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, শীতের মৌসুমে শীতকালীন সবজি প্রচুর পরিমাণ বাজারে উঠতে শুরু করেছে। যার ফলে দাম অনেকটাই কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আগের থেকে ক্রেতাও অনেক বৃদ্ধি পেয়েছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল আহম্মেদ বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আলু, পেঁয়াজ ও আদার আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম অনেক কমেছে। দেশীয় পেঁয়াজ বাজারে উঠায় দাম কমেছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা,আলু ৩৫-৪০ টাকা ও আদা ১০০ টাকা কেজি বিক্রি করতেছি।

Share Button

     এ জাতীয় আরো খবর