June 17, 2025, 10:57 am

সংবাদ শিরোনাম
২০ লাখ টাকা যৌতুকের জন্য লন্ডনী স্ত্রীকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে চ্যাকা” ২ আসামীকে সেনাবাহিনী ধরলেও,ছেড়ে দিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জে এখনও প্রকাশ্যে ঘুরছে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকের মৃত্যু জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু মাদারীপুরে নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে বাসস্ট্যান্ডে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিনাঞ্চলের ২১ জেলা মানুষ বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

রোহিতেরও সেঞ্চুরি

রোহিতেরও সেঞ্চুরি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

তার রান ক্ষুধা বাড়ছে যেন প্রতিদিনই। সেই তাড়নায় ব্যাট হয়ে উঠছে রান মেশিন। পিষ্ট প্রতিপক্ষের বোলিং, সমৃদ্ধ নিজের অর্জনের ঝুলি। বিরাট কোহলি উপহার দিলেন আরও একটি ডাবল সেঞ্চুরি।

নাম লেখালেন আরও এক গাদা রেকর্ডে। অধিনায়কের অনেক কীর্তির দিনে সেঞ্চুরিতে নিজের ফেরার টেস্ট রাঙালেন রোহিত শর্মাও।

আগের দিন সেঞ্চুরি করেছিলেন দুজন। নাগপুর টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি হলো আরও দুটি, যার একটি ডাবল। ভারত উঠল রান পাহাড়ে। রোববার প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা ৬ উইকেটে ৬১০ রানে।

প্রথম ইনিংসে ৪০৫ রানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা চতুর্থ দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২১ রান তুলে। ইনিংস হার এড়াতেই লঙ্কানদের চাই আরও ৩৮৪ রান!

কোহলি দিন শুরু করেছিলেন ৫৪ রান নিয়ে, সঙ্গী ১২১ রান করা চেতেশ্বর পুজারা। কোনো উইকেট না হারিয়েই দুজন দলকে নিয়ে যান লাঞ্চের দোরগোড়ায়। লাঞ্চের একটু আগে আগে আউট পুজারা। হারান শ্রীলঙ্কার ধারহীন বোলিংয়ে বড় রানের সুযোগ। ১৪৩ রানে দাসুন শানাকার বলে বোল্ড হয়েছেন মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে।

লাঞ্চের পর আরেকটি সাফল্য পায় শ্রীলঙ্কা। দিলরুয়ান পেরেরার নিরীহ বল পয়েন্টে তুলে দেন অজিঙ্কা রাহানে।

তবে সুযোগ হেলায় হারাননি রোহিত। ১৩ মাস পর টেস্ট খেলার সুযোগ পেয়ে অধিনায়কের সঙ্গে গড়ে তোলেন দারুণ জুটি।

কোহলি সেঞ্চুরি পেয়ে যান প্রথম সেশনেই। গড়েন এক পঞ্জিকাবর্ষে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১০ সেঞ্চুরির রেকর্ড। ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ছাড়িয়ে যান সুনিল গাভাস্কারের ১১ সেঞ্চুরিকে।

লঙ্কানদের নির্বিষ বোলিং কোহলিকে থামাতে পারেনি সেঞ্চুরির পরও। শেষ সেশনে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন ২৫৯ বলে। অধিনায়ক হিসেবে পঞ্চম ডাবল সেঞ্চুরিতে স্পর্শ করেন ব্রায়ান লারার রেকর্ড।

২৬৭ বলে ২১৩ রান করে কোহলি আউট হন পেরেরাকে উড়িয়ে মারতে গিয়ে। ভাঙে রোহিতের সঙ্গে ১৭৩ রানের জুটি।

ভারতের ইনিংস ঘোষণা তখন রোহিতের সেঞ্চুরির অপেক্ষায়। কাক্সিক্ষত সেই সেঞ্চুরি রোহিত পেয়ে যান ১৬০ বলে। ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তৃতীয় সেঞ্চুরি পেলেন চার বছর পর, ২২তম টেস্টে!

রোহিত সেঞ্চুরি ছুঁতেই ইনিংস ঘোষণা করে ভারত। বোলিংয়েও সাফল্য মেলে শুরুতে। ইনিংসের দ্বিতীয় বলেই ইশান্ত শর্মার বল ছেড়ে দিয়ে বোল্ড সাদিরা সামারাবিক্রমা।

দিনের বাকি সময়টায় আর কোনো বিপদ হতে দেননি দিমুথ করুনারতেœ ও লাহিরু থিরিমান্নে। তবে ম্যাচের বাকি আরও দুই দিন। শ্রীলঙ্কার সামনে তাই দীর্ঘ বন্ধুর পথ।

 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২০৫

ভারত ১ম ইনিংস: ১৭৬.১ ওভারে ৬১০/৬ (ডি.) (আগের দিন ৩১২/২) (রাহুল ৭, বিজয় ১২৮, পুজারা ১৪৩, কোহলি ২১৩, রাহানে ২, রোহিত ১০২*, অশ্বিন ৫, ঋদ্ধিমান ২*; লাকমল ০/১১১, গামাগে ১/৯৭, হেরাথ ১/৮১, শানাকা ০/১০৩, দিলরুয়ান ৩/২০২, করুনারতেœ ০/৮)।

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৯ ওভারে ২১/১ (সামারাবিক্রমা ০, করুনারতেœ ১১*, থিরিমান্নে ৯*; ইশান্ত ১/১৫, অশ্বিন ০/৫, জাদেজা ০/০)।

Share Button

     এ জাতীয় আরো খবর