December 23, 2024, 1:39 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

প্রধান নির্বাহী হুইটম্যান এইচপিই ছাড়ছেন

প্রধান নির্বাহী হুইটম্যান এইচপিই ছাড়ছেন

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

২০১৮ সালে ফেব্রুয়ারিতে পদ থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই)-এর প্রধান নির্বাহী মেগ হুইটম্যান।

মঙ্গলবার সিলিকন ভ্যালির অন্যতম শীর্ষ এই কর্মকর্তার এমন ঘোষণায় হতবাক হয়েছে ওয়াল স্ট্রিট। আর এর প্রেক্ষিতে বুধবার প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ছয় শতাংশ পড়ে যায় বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুইটম্যান চলে যাওয়ার সময় এ দায়িত্ব প্রতিষ্ঠানটির পুরোনো সহকর্মী অ্যান্টোনিও নেরি’র কাছে হস্তান্তর করবেন।

হুইটম্যান উবারের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিচ্ছেন বলে খবর বের হয় চলতি বছরের মাঝামাঝি। এরপর এসব খবর উড়িয়ে দিয়ে তিনি বলেন, তিনি এইচপিই-এর প্রতি অঙ্গীকারবদ্ধ আর এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে থাকারই পরিকল্পনা করছেন।

সে সময় তিনি এক টুইটে বলেন, “এইচপিই-তে আমাদের এখনও অনেক কিছু করার আছে আর আমি অন্য কোথাও যাচ্ছি না। উবারের প্রধান নির্বাহী মেগ হুইটম্যান হবে না।”

বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’কে তিনি বলেন, উবারের সঙ্গে আলোচনা তার এইচপিই ছাড়ার সিদ্ধান্তের কোনো কারণ নয়, ‘একদমই না’।

কম্পিউটার প্রকৌশলী নেরি প্রতিষ্ঠানটিতে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন, বর্তমানে তিনি এইচপিই’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। সাম্প্রতিক মাসগুলোতে তার সামনে আসা কাজের পরিমান বেড়ে যাওয়ায় তিনি যে এই দায়িত্ব নিচ্ছেন তা অবাক করা নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষণা প্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলি’র বিশ্লেষক ক্যাটি হাবার্টি।

Share Button

     এ জাতীয় আরো খবর