June 12, 2025, 7:27 pm

সংবাদ শিরোনাম
ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক ঝিকরগাছার বায়সায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ১১ বছরের সোহানার মরদেহ উদ্ধার বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

ইউসি ব্রাউজার ফিরবে প্লে স্টোরে

ইউসি ব্রাউজার ফিরবে প্লে স্টোরে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

তথ্য নিরাপত্তার কারণে গুগল প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার অ্যাপ সরানোর পর নির্মাতা প্রতিষ্ঠান ইউসিওয়েব জানিয়েছে, সামনের সপ্তাহেই অ্যাপটি আবার ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার চীনা আলিবাবা গ্রুপ-এর মালিকানাধীন ইউসি ওয়েব জানায়, তাদের অ্যাপের কিছু সেটিংস গুগলের নীতিমালার সঙ্গে মেলেনি। বিষয়গুলো সমাধান করে শীঘ্রই তা প্লে স্টোরে ফেরত আনা হবে, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

ইউসিওয়েব-এর এক মুখপাত্র বলেন, “গুগল প্লে স্টোরে ইউসি ব্রাউজার না থাকার সঠিক কারণ হলো অ্যাপটির কিছু সেটিং গুগলের নীতিমালার বাইরে। এতে তথ্য নিরাপত্তা বা ক্ষতিকর প্রচারণার কোনো বিষয় নেই।” মঙ্গলবার রাতে অ্যাপটি প্লে স্টোর থেকে সরিয়ে নেয় গুগল।

পরবর্তীতে ইউসি ব্রাউজার সঙ্গে কাজ করা মাইক রস নামের এক টুইটার ব্যবহারকারী তার টুইটে বলেন, “আমি ইউসি ব্রাউজারের জন্য কাজ করি, আমি আজ সকালে একটি ইমেইল পাই। এতে বলা হয় সাময়িকভাবে ৩০ দিনের জন্য প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার সরানো হয়েছে কারণ ইনস্টলের সংখ্যা বাড়াতে এতে ‘বিভ্রান্তিকর’ ও ‘ক্ষতিকর’ প্রচারণা কৌশল ব্যবহার করা হয়।”

রস-এর বিষয়ে ইউসিওয়েব মুখপাত্র বলেন, “আমরা জানাতে চাই যে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে মাইক রস ইউসি ব্রাউজারের সঙ্গে কাজ করেছেন। যে ব্যক্তি দাবি করছেন তিনি ইউসি ব্রাউজারের সঙ্গে কাজ করেছেন তার সঙ্গে এই প্রতিষ্ঠান কোনোভাবে যুক্ত নয়।”

আরেকটি প্রতিবেদনে বলা হয়, অ্যাড-ব্লকিং ফিচার ব্যবহার করায় এটি সরানো হয়েছে। এতে গুগলের মূল ব্যবসায় প্রভাব পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অবশ্য অন্য অ্যাপে অ্যাড-ব্লকার নিয়ে সমস্যা থাকলেও গুগল নিজেই অ্যাড-ফিল্টারিংসহ ক্রোম ব্রাউজারের একটি সংস্করণ উন্মোচনের পরিকল্পনা করছে।

ভারতীয় দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, “ভারতে ১০ কোটিরও বেশি গ্রাহক নিয়ে মোবাইল ব্রাউজার হিসেবে গুগল ক্রোমকে টপকে শীর্ষস্থানে যাওয়ার কিছুদিন পরই রহস্যজনকভাবে এই ব্রাউজারকে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

দৈনিকটি আরও বলে, গুগলের মোবাইল স্টোর থেকে সব মিলিয়ে ৫০ কোটি বার ডাউনলোড হওয়ার মাইলফলক অতিক্রমের পরপর এটিকে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল। কিন্তু এটি কেন করা হলে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

অ্যান্ড্রয়েড অথরিটি সাইটের বরাতে দৈনিকটি জানায়, চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপের মালিকানাধীন ইউসি ওয়েব-এর বানানো এই ব্রাউজার ৫০ শতাংশের বেশি বাজার দখল করে ভারতে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া সব অ্যান্ড্রয়েড অ্যাপের তালিকায় ষষ্ঠ স্থানে ছিল।

চলতি বছর জানুয়ারিতে সামনের দুই বছরে ভারত ও ইন্দোনেশিয়ায় ইউসিওয়েব তৈরি করতে ২০০ কোটি রূপি বিনিয়োগের ঘোষণা দিয়েছে আলিবাবা।

Share Button

     এ জাতীয় আরো খবর