January 8, 2025, 11:08 am

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

স্বচালিত গাড়ি প্রকল্পে কর্মী সরালো অ্যাপল

স্বচালিত গাড়ি প্রকল্পে কর্মী সরালো অ্যাপল

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

গোপন স্বচালিত গাড়ির প্রকল্প ‘প্রজেক্ট টাইটান’ থেকে ২০০ কর্মী সরিয়েছে অ্যাপল।

প্রতিষ্ঠানের এক বিবৃতিতে এই পরিবর্তনের কথা নিশ্চিত করে বলা হয়, ভুক্তভোগী কর্মীদের অন্য প্রকল্পে কাজে লাগানো হবে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রজেক্ট টাইটান-এর কর্মী সংখ্যা বলা হয়েছে পাঁচ হাজার। এই কর্মীরা আগের বছরের জুলাই মাস থেকে প্রকল্পটিতে সরাসরি কাজ করছেন বা তাদের কাছে প্রকল্পের বিস্তারিত তথ্য রয়েছে।

অ্যাপলের বিবৃতিতে বলা হয়, “টাইটান কর্মীরা অ্যাপলের বিভিন্ন প্রকল্পে মেশিন লার্নিং এবং অন্যান্য বিষয়ে কাজ করবেন।”

গাড়ির প্রকল্পটিকে স্বচালিত গাড়ির পরিবর্তে “স্বয়ংক্রিয় ব্যবস্থা” হিসাবে বর্ণনা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগকে “এযাবতকালের সবচেয়ে উচ্চাভিলাষী মেশিন লার্নিং প্রকল্পও বলা হয়েছে।”

প্রজেক্ট টাইটান নিয়ে এখনও রহস্য রয়ে গেছে। প্রথমে স্বচালিত গাড়ির হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি শুরু করে অ্যাপল। পরে ফোক্সভাগেনের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বে প্রকল্প শুধু সফটওয়্যারে সীমিত করা হয়।

এর আগে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে শত শত কর্মী প্রজেক্ট টাইটান ছেড়েছেন।

এবার অভ্যন্তরীন কাঠামো নতুন করে সাজানোর কারণে প্রকল্পটিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানাচ্ছে সিএনবিসি’র প্রতিবেদন।

অ্যাপলের এই প্রকল্পে নেতৃত্ব দিতে আগের বছর টেসলার প্রধান যান প্রকৌশলী ডৌগ ফিল্ডকে নিয়োগ দেওয়া হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর