January 8, 2025, 11:03 am

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

গুগলে হারানো ফোন খুঁজুন

গুগলে হারানো ফোন খুঁজুন

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

চলার পথে রাস্তা-ঘাটে ফোন চুরি হওয়া বা ফোন হারানোর ঘটনায় নাকাল হতে হয়েছে কম-বেশি সকলকেই। ফোন হারানোর পর পুলিশে অভিযোগ জানিয়েও যে সুরাহা মিলেছে, খুব বেশি জানা যায়না সেটাও। এমনকি চলতি যে সব পদ্ধতি বলা হয় অর্থাৎ ফোনের আইএমইআই নম্বরের সাহায্যে বা বিভিন্ন অ্যান্টি-ভাইরাস কোম্পানির ফোন সুরক্ষা অ্যাপের সাহায্যেও নাগাল পাওয়া যায়নি হারিয়ে যাওয়া ফোনের।

তবে একটি সহজ পদ্ধতি জানা থাকলে সহজেই জানতে পারবেন কোথায় রয়েছে আপনার হারিয়ে যাওয়া ফোন। এই সুবিধা রয়েছে আপনার ফোনে দেওয়া গুগলের একটি অ্যাপ্লিকেশনেই।

যে কোনও অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশনটি। এই অপশনটি ‘অন’ থাকা অবস্থায় সহজেই জানতে পারবেন কোথায় আছে আপনার ফোন। হারানো স্মার্টফোনটিতে যদি আপনার গুগল আইডি দিয়ে লগইন করা থাকে, তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে ওই একই গুগল আইডি থেকে লগইন করে জানা যাবে ওই ফোনের লোকেশন। তবে অবশ্যই চালু থাকতে হবে ফোনের ‘লোকেশন সার্ভিস’। এ ছাড়া ফোনটিতে ইন্টারনেট চালু থাকতে হবে।

কী ভাবে খুঁজবেন আপনার হারিয়ে যাওয়া ফোনটি? এর জন্য আপনাকে নির্দিষ্ট কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে আপনার কম্পিউটারের ব্রাউজারে সেই একই জিমেইল আইডি দিয়ে লগইন করতে হবে যে আইডি দিয়ে ওই ফোনের প্লেস্টোরে লগইন আছে। এরপর যেকোন ব্রাউজারে গুগলে সার্চ করুন ভরহফ সু ফবারপব লিখে। দেখবেন সার্চ রেজাল্টের প্রথমেই গুগল ম্যাপে আপনার ফোনের লোকেশন দেখাচ্ছে। এমনকি সেখানে একটি রিং বাটন পাবেন যাতে ক্লিক করলে ফোনটি যেখানেই থাকুক না কেন উচ্চৈঃস্বরে বেজে উঠবে।

অথবা android.com/find অ্যাড্রেসে গেলেও ফোনটি কোথায় আছে দেখতে পাবেন। দেখতে পাবেন ফোনটি কোন ওয়াইফাই কিংবা মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। এখান থেকে ফোনটি লক করে কিংবা হারানো ফোনের সব তথ্যও মুছে দিতে পারবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর