ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে একই ক্লাবের হয়ে শততম গোল করার দৌড়ে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গত মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে আপোয়েল নিকোশিয়ার মাঠে রিয়াল মাদ্রিদের ৬-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন রোনালদো।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় রিয়ালের জার্সিতে রোনালদোর মোট গোল এখন ৯৮টি। আর ক্যারিয়ারের শুরু থেকে বার্সেলোনায় খেলা মেসির এই প্রতিযোগিতায় গোল ৯৭টি।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও গড়েছেন রোনালদো। এ বছর তার গোলসংখ্যা এখন ১৮টি। ছাড়িয়ে গেছেন ২০১৫ সালে ১৬ গোল করে গড়া তার নিজের কীর্তিই।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদোর মোট গোল ১১৩টি।