ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
শুরু হতে যাচ্ছে উত্তেজনায় ভরপুর অ্যাশেজ। তার আগেই হাল্কা চোটে পড়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অনুশীলন করতে গিয়ে ঘাড়ে ব্যথা পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা এই ওপেনার। স্বাভাবিকভাবে তারকা এই ক্রিকেটারের চোটে চিন্তার ভাঁজ অস্ট্রেলিয়া শিবিরে। তাই সতর্কতা অবলম্বন করতে গ্লেন ম্যাক্সওয়েলকে স্মরণ করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
চিন্তার ভাঁজ পড়লেও ওয়ার্নার অবশ্য আত্মবিশ্বাসী- সঠিক সময়েই সুস্থ হতে পারবেন তিনি। তবে অসি অধিনায়ক স্টিভেন স্মিথ জানালেন ভিন্ন পরিকল্পনার কথা, ‘এই মুহূর্তে ওর বদলি রাখার পরিকল্পনা করা হচ্ছে। তবে ওয়ার্নার আত্মবিশ্বাসী যে সুস্থ হয়ে উঠবে।’
চোট পাওয়ার পরে প্রথম টেস্টের আগে ৩০ মিনিট অনুশীলন করেছিলেন ওয়ার্নার। সেখানে অস্বস্তির কথা জানিয়েছিলেন। এরপরেই ঝুঁকি না বাড়াতে বিকল্প রাখতে চাইছে অসি ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে স্মিথ আরও জানান, ‘আশা করছি ও সুস্থ হয়ে উঠবে। তবে ক্রিকেটের স্বার্থেই বিকল্প রাখা হচ্ছে। ছেলেরা এখন হোক আর পরেই হোক চোটগ্রস্ত হচ্ছে। কিছুটা অস্বস্তি আছে, তারপরেও ওয়ার্নার জানিয়েছে চাইলে শিব নারায়ন চন্দরপলের মতোই দেয়াল হতে পারবে। তাই আমি মনে করছি সে সুস্থ হয়ে উঠবে।’