September 17, 2024, 5:54 pm

সংবাদ শিরোনাম

রোনালদো ভীত নন পিএসজিতে

রোনালদো ভীত নন পিএসজিতে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর লড়াই পিএসজির সঙ্গে দেখা হতে পারে রিয়াল মাদ্রিদের। তবে দলটির তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো জানিয়েছেন, নেইমার-কাভানিদের নিয়ে মোটেও ভীত নয় তার দল।

চলতি মাসের শুরুর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারের কাছে হারে রিয়াল। এই হারের ফলে ‘এইচ’ গ্রুপে জিনেদিন জিদানের দলের দ্বিতীয় হওয়ার সম্ভাবনা আছে। এ মুহূর্তে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে টটেনহ্যাম। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৭। দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি।

নিয়ম অনুযায়ী শেষ ষোলোর রাউন্ডে একই গ্রুপের প্রতিপক্ষ বা একই দেশের কোনো দলের দেখা হবে না। রিয়াল গ্রুপে দ্বিতীয় হলে তাদের সঙ্গে নকআউট পর্বে দেখা হবে বাকি সাত গ্রুপের চ্যাম্পিয়ন দলের মধ্যে স্পেনের দল ছাড়া অন্য কোনো দলের।

১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে পিএসজি। ৯ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ দ্বিতীয়। দুই ম্যাচ বাকি থাকলেও এই দুই দলের মধ্যে পিএসজির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। সেরা ষোলোয় তাই রিয়াল-পিএসজি দেখা হওয়ার সম্ভাবনা আছে পারে।

রিয়ালের টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়ক রোনালদো অবশ্য পিএসজিকে মোটেও ভয় পাচ্ছেন না। চার বারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগালের এই ফরোয়ার্ড আপাতত নকআউট পর্বে ওঠার ওপরই গুরুত্ব দিচ্ছেন।

“আমি পিএসজিকে নিয়ে ভীত নই। আমরা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন, টানা দুই বছর এটা জিতেছি। এটাকে আমাদের শ্রদ্ধা করতেই হবে।”

গ্রুপ সেরা হতে পারলে ভালো লাগবে বলে ফ্রান্সের পত্রিকা লেকিপকে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।

“গ্রুপে প্রথম হওয়াটা আমরা পছন্দ করতাম কিন্তু সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরের রাউন্ডে যাওয়া।”

চলতি মৌসুমে রিয়াল ও রোনালদোর শুরুটা দুর্দান্ত হয়নি। লা লিগা ও টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল এ মুহূর্তে লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

লা লিগা মাত্র একটি গোল করেছেন রোনালদো। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে তার গোল ছয়টি।

Share Button

     এ জাতীয় আরো খবর