ডিটেকটিভ বিনোদন ডেস্ক
আলোচিত ও দর্শক নন্দিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ এর প্রিমিয়ার শো হয়ে গেল প্যারিসের স্টোরি সিনেমা হলে। বুধবার প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রিমিয়ার শো’র উদ্বোধন করেন ফ্রান্স বাংলা চেম্বার অব ইকোনোমির সভাপতি কাজী এনায়েত উল্লাহ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছবির নির্মাতা দীপংকর দীপন, কাহিনীকার সানী সানোয়ার, নায়ক আরিফিন শুভ এবং নায়িকা মাহিয়া মাহি। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলা বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন।
প্রিমিয়ার শো’র উদ্বোধনের পূর্বে ‘ঢাকা অ্যাটাক’ ছবির কলাকুশলীরা বলেন, প্রবাসী দর্শকদের দেশীয় ছবি প্রতি আগ্রহী করে তুলতে তারা প্যারিস ছুটে এসেছেন। এ সময় আয়োজকরা বলেন, বাংলাদেশে ‘ঢাকা অ্যাটাক’র মতো ভালো ছবি তৈরি হলে ভবিষ্যতেও প্যারিসে এ ধারা অব্যাহত থাকবে।