প্যারিস জলবায়ু চুক্তিতে
যোগ দিচ্ছে সিরিয়া
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়া প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দিচ্ছে। গত মঙ্গলবার বনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে একথা জানিয়েছে দেশটি। এরফলে জলবায়ু চুক্তিতে যোগ না দেয়া যুক্তরাষ্ট্রই এখন বিশ্বে একমাত্র দেশ। খবর এএফপি’র। সম্মেলনের মূল অধিবেশনে ইন্ডিঅ্যাক্ট এনজিও’র প্রতিনিধি সাফা আলা জাইয়ুসি সিরীয় প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমরা প্যারিস এগ্রিমেন্টে যোগ দিতে যাচ্ছি।’ যুক্তরাষ্ট্র ২০১৫ সালের চুক্তিটি সমর্থন করলেও প্রেসিডেন্ট ট্রাম্প ‘চুক্তিটি মার্কিন স্বার্থ সংরক্ষণ করে না’ বলে এ বছরের গোড়ার দিকে এই চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। ১৯৬ সদস্য বিশিষ্ট জোটের অধিবেশনে জাতিসংঘ জলবায়ু সংস্থার মুখপাত্র নিক নুটাল বলেন, ‘সিরীয় সরকার আজ প্যারিস চুক্তিতে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে।’