December 21, 2024, 9:52 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

কক্সবাজারে মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

পাষন্ড ছেলে, মাদকের টাকার জন্য নিজের মা’কে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর পরই ঘাতক ছেলে থানায় গিয়ে আত্মসমর্পণের পথ বেঁচে নেয়। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়াপাড়ায়।

নিহত আনোয়ারা বেগম মেরী কক্সবাজার সদর উপজেলার বড়ুয়াপাড়ার নিয়াজ আহমেদের স্ত্রী। আর থানায় আটক ঘাতক ছেলের নাম হোসাইন মোহাম্মদ আবিদ। তিনি একই এলাকার বাসিন্দা।

স্হানীয় সূত্রে জানা গেছে, আবিদ মাদকের টাকার জন্য প্রায়সময়ই তার মা’ আনোয়ারাকে বিরক্ত করতো। দু’জনের মধ্যে হাতাহাতি, মারামারি এমন ঘটনা বহুবার ঘটেছে। পাড়া প্রতিবেশিরা বহুবার তাদের ঝগড়াঝাটির মিমাংসা করেছেন। সর্বশেষ মা’কে হত্যার মাধ্যমে ঘটনার ইতি টানলেন।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করতেন। শুক্রবার রাতে মা’কে কুপিয়ে হত্যা করেন তিনি। হত্যাকাণ্ডের সময় মা-ছেলে ঘরেই ছিলেন। অসুস্থ বাবা নিয়াজ আহমেদ রয়েছেন চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায়। নিহত নারীর মুখ, মাথা ও হাতে কোপের জখম রয়েছে।

এ দিকে হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর