February 18, 2025, 6:57 pm

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত আজহারের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল পার্বতীপুরে নিখোঁজের একদিন পর রেল লাইনের পাশ থেকে মস্তকবিহীন হাত বাঁধা লাশ উদ্ধার জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষকের ‘রাজকীয়’ সংবর্ধনা বান্দরবানে বাসের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে ভোটার চেষ্টা, লামায় এক মেম্বার’কে সাতদিনের জেল আজহারের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত জৈন্তাপুরে  আপন মেয়েকে ধর্ষণের দায়ে পিতাকে আটক তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা

নারী পাচার ও বাল্যবিবাহ রুখতে এবার অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের

হাসানুজ্জামান কলকাতা:

২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত দেশ গড়তে অভিনব উদ্যোগ গ্রহণ করছেন ভারত সরকার।

নারী পাচার এবং বাল্যবিবাহ রুখতে এবার দফায় দফায় অভিনব কর্মসূচি গ্রহণ করছেন প্রশাসন। খলিসাদী অনুভব ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় প্রশাসনের উদ্যোগে বসিরহাট মহকুমা বারাসাত মহকুমা সহ বিভিন্ন গ্রাম অর্থাৎ উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত তথা সুন্দরবনের বিচ্ছিন্ন এলাকা জুড়ে লাগাতার কর্মসূচি গ্রহণ করছেন কখনো ইস্কুলে সচেতন করা হচ্ছে আবার কখনো বা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে নাবালিকা ছাত্রীদের সচেতন করা হচ্ছে।

কখনো বা হাতে মোমবাতি নিয়ে প্রতিজ্ঞা করছেন ১৮র আগে বিয়ে নয় প্রশাসনের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে নাবালিকা ছাত্রী এবং অভিভাবকরা ফলে মনে করা হচ্ছে আগামী দিনে সচেতন করা সম্ভব হবে উদ্যোক্তারা জানাচ্ছেন আগামী দিনে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার উদ্যোগ নিয়েছেন তারা পাশাপাশি কোন নাবালিকা ছাত্রী যেন পাচার না হয়ে যায় এবং সমাজ থেকে যেন হারিয়ে না যায় সেদিকেও কিন্তু নজর রেখেছেন প্রশাসন।

পাশাপাশি বারাসাত দুই নম্বর ব্লকের অধীনস্থ কীর্তিপুর নবীনচন্দ্র হাই স্কুলে একেবারে ক্লাস করার মত ছাত্রীদেরকে সচেতন করা হয়।

উপস্থিত ছিলেন, ঊরমি সিনহা সেক্রেটারি উত্তর ২৪ পরগনা ডালসা, রিতা পাল, সি ডাব্লিউ সি মেম্বার, জবা পাত্র সুপারভাইজার আইসিডিএস, স্মৃতি কণা অধিকারী প্রধান কীর্তিপুর বি ডব্লু ও বসিরহাট দুই নম্বর ব্লক। ডঃ মুহাম্মদ ফজলুর রহমান শিক্ষক কীর্তিকল নবীনচন্দ্র হাই স্কুল।

টিনা সরকার জেলা কো অর্ডিনেটর খলিসাদি অনুভব ওয়েলফেয়ার। শম্ভু ভট্টাচার্য সহযোগী কো অর্ডিনেটর খলিসাদি অনুভব সহ বিশিষ্টজনেরা। এই সচেতনতা শিবিরের ফলে আগামী দিনে অনেক নারী পাচারও বাল্যবিবাহ বন্ধ হবে বলে মনে করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর