December 30, 2024, 11:22 pm

সংবাদ শিরোনাম
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে ইসলামপুরে সাবেক পৌর মেয়র আঃ কাদের শেখ আটক গাইবান্ধায় ৮২ বোতল ফেনসিডিলসহ দুই মহিলা মাদক কারবারি আটক। মধুপুরে ৩দিন ব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

নারী পাচার ও বাল্যবিবাহ রুখতে এবার অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের

হাসানুজ্জামান কলকাতা:

২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত দেশ গড়তে অভিনব উদ্যোগ গ্রহণ করছেন ভারত সরকার।

নারী পাচার এবং বাল্যবিবাহ রুখতে এবার দফায় দফায় অভিনব কর্মসূচি গ্রহণ করছেন প্রশাসন। খলিসাদী অনুভব ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় প্রশাসনের উদ্যোগে বসিরহাট মহকুমা বারাসাত মহকুমা সহ বিভিন্ন গ্রাম অর্থাৎ উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত তথা সুন্দরবনের বিচ্ছিন্ন এলাকা জুড়ে লাগাতার কর্মসূচি গ্রহণ করছেন কখনো ইস্কুলে সচেতন করা হচ্ছে আবার কখনো বা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে নাবালিকা ছাত্রীদের সচেতন করা হচ্ছে।

কখনো বা হাতে মোমবাতি নিয়ে প্রতিজ্ঞা করছেন ১৮র আগে বিয়ে নয় প্রশাসনের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে নাবালিকা ছাত্রী এবং অভিভাবকরা ফলে মনে করা হচ্ছে আগামী দিনে সচেতন করা সম্ভব হবে উদ্যোক্তারা জানাচ্ছেন আগামী দিনে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার উদ্যোগ নিয়েছেন তারা পাশাপাশি কোন নাবালিকা ছাত্রী যেন পাচার না হয়ে যায় এবং সমাজ থেকে যেন হারিয়ে না যায় সেদিকেও কিন্তু নজর রেখেছেন প্রশাসন।

পাশাপাশি বারাসাত দুই নম্বর ব্লকের অধীনস্থ কীর্তিপুর নবীনচন্দ্র হাই স্কুলে একেবারে ক্লাস করার মত ছাত্রীদেরকে সচেতন করা হয়।

উপস্থিত ছিলেন, ঊরমি সিনহা সেক্রেটারি উত্তর ২৪ পরগনা ডালসা, রিতা পাল, সি ডাব্লিউ সি মেম্বার, জবা পাত্র সুপারভাইজার আইসিডিএস, স্মৃতি কণা অধিকারী প্রধান কীর্তিপুর বি ডব্লু ও বসিরহাট দুই নম্বর ব্লক। ডঃ মুহাম্মদ ফজলুর রহমান শিক্ষক কীর্তিকল নবীনচন্দ্র হাই স্কুল।

টিনা সরকার জেলা কো অর্ডিনেটর খলিসাদি অনুভব ওয়েলফেয়ার। শম্ভু ভট্টাচার্য সহযোগী কো অর্ডিনেটর খলিসাদি অনুভব সহ বিশিষ্টজনেরা। এই সচেতনতা শিবিরের ফলে আগামী দিনে অনেক নারী পাচারও বাল্যবিবাহ বন্ধ হবে বলে মনে করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর