January 15, 2025, 6:02 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাত্র দুই বছর দুই মাস বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস- এ নাম উঠলো ছোট্ট আদির

হাসানুজ্জামান কলকাতা:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ঘটনা। বয়স মাত্র দু বছর প্লাস । এই বয়সে শিশুরা কথাই ঠিক মতো বলতে পারে না। আধো আধো মা- বাবা ডাকটা শিখেছে। কিন্তু এসব কিছুর উর্ধ্বে উঠে বড় সাফল্য অর্জন করল ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার কালীগঞ্জ গ্রামের আদি মন্ডল। আর এই ছোট্ট আদরের আদিকে নিয়ে আনন্দে আপ্লুত পরিবার সহ গ্রামবাসী সকলে ।

সৈয়দ রাফিকা সুলতানার, আদরের ছোট্ট আদির বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার কালিগঞ্জ এলাকার সকলের গর্ভ এই ছোট্ট খুদে ।

এইটুকু বয়সেই সে নির্দ্বিধায় বলে ফেলতে পারে নিজের দেশের পাশাপাশি পৃথিবীর সমস্ত দেশের নাম। দেশের প্রধানমন্ত্রীর নাম । রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম। ভারতের বিভিন্ন রাজ্যের নাম। ইংরেজি শব্দের বাংলা অর্থ, বিভিন্ন পশু,পাখি, ফুল,ফলের নাম সাবলীল ভাবে গড়গড় করে বলতে পারে ছোট্ট আদি ।

এছাড়াও মানব শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গ, জাতীয় সংগীত, ইংরেজিতে সপ্তাহের নাম, মাসের নাম, ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত ইংরেজিতে সংখ্যা বলা এবং চক দিয়ে এ থেকে জেড পর্যন্ত বোর্ডে লিখে ফেলা এছাড়াও বাংলা সহ ইংরেজিতে ছড়া অনায়াসে বলতে পারে, নিজের নাম ঠিকানাউ । এইজন্য তার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস – এ তার নাম উঠেছে। সত্যি কি অসাধারবন তার মেধা।

তার মা সৈয়দ রাফিকা সুলতানা জানাই , ছেলের মধ্যে এসব প্রতিভা দেখে তার ছোট্ট ছোট্ট ভিডিও ধারণ করে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। সমস্ত কিছু যাচাই করে তাকে এই খেতাব দেওয়া হয়।

সৈয়দ রাফিকা সুলতানা বলেন, ছেলের হাতে মোবাইল না দিয়ে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গল্পের ছলে শেখাতে থাকেন।

তেনারা বলেন মা,বাবা হিসেবে গর্ববোধ করছি। ভবিষ্যতে আমার ছেলে আদি মণ্ডল যেন, সামনে দিন এসে বুক, গ্রিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস-এ যেন জায়গা করতে পারে। এবং মানুষের মত মানুষ হয় সেই আশা রাখি।

এই বয়সে ছেলের মেধা দেখে আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা সকলেই আনন্দিত।

একবার ভাবুন, যে বয়সে ঠিকভাবে কথা বলতে পারেনা , সেই বয়সে দাঁড়িয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস- গড়েছে ছোট্ট আদি।

Share Button

     এ জাতীয় আরো খবর