ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
১২দিনের এশিয়া সফরের অংশ হিসেবে গতকাল বুধবার চীন পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি প্রাধান্য পাবে। উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই চীনে পৌঁছালেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প বেইজিং অবতরণের পর শি তাকে অভ্যর্থনা জানান। বেইজিং পৌঁছার আগে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্প চীনের প্রেসিডেন্টের প্রশংসা করেছিলেন। তিনি জানান, শির বড় ধরনের রাজনৈতিক জয়ের পর সাক্ষাতের জন্য মুখিয়ে আছেন তিনি। শিকে অভিনন্দন জানালেও উত্তর কোরিয়া ইস্যুতে উভয় রাষ্ট্র প্রধানের মধ্যে উত্তেজনাও রয়েছে। নির্বাচনি প্রচারণার শুরু থেকেই বাণিজ্যে অসমতা নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন ট্রাম্প। ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া চীনা স¤্রাটদের শহর পরিদর্শন করবেন। সেখানে তারা চা চক্রে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। চীন দেশটির একমাত্র আন্তর্জাতিক মিত্র।