January 21, 2025, 7:54 am

সংবাদ শিরোনাম

আলিবাবা প্রত্যাশা মিটিয়েছে

আলিবাবা প্রত্যাশা মিটিয়েছে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

সর্বশেষ প্রান্তিকের আয় ঠিক আগের প্রান্তিকের তুলনায় ৬১ শতাংশ বেড়েছে, বৃহস্পতিবার এক ঘোষণায় এ তথ্য প্রকাশ করেছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা।

মূল ই-কমার্স ব্যবসায়ে উন্নতি প্রতিষ্ঠানটিকে বিশ্লেষকদের প্রত্যাশ্যা মেটানো এই আয় করতে সহায়তা করেছে বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চীনা প্রতিষ্ঠানটি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মোট ৫৫১২ কোটি ইউয়ান বা ৮৩৪ কোটি ডলার আয় করেছে। রয়টার্স-এর চালানো জরিপে বিশ্লেষকদের প্রত্যাশা ছিল অংকটা ৫২.২০ কোটি ইউয়ান হবে।

আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রতিষ্ঠানটির মোট আয় দ্বিগুণ হয়ে ১৭৪১ কোটি ইউয়ান হয়েছে।

আলিবাবা’র পক্ষ থেকে বলা হয়, তাদের মূল ই-কমার্স ব্যবসায়ের আয় হয়েছে ৪৬৪৬ কোটি ইউয়ান। অংকটা ২০১৬ সালের একই প্রান্তিকের তুলনায় ৬৩ শতাংশ বেশি।

Share Button

     এ জাতীয় আরো খবর