December 28, 2024, 4:33 am

এসইসি-কে আরেক হাত নিলেন মাস্ক

এসইসি-কে আরেক হাত নিলেন মাস্ক

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)-এর সঙ্গে জালিয়াতির মামলা মীমাংসার পর বৃহস্পতিবার টুইটারে আবারও সক্রিয় হয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, টুইটে এসইসি-কে ‘শর্টসেলার এনরিচমেন্ট কমিশন’ আখ্যা দিয়েছেন মাস্ক।

“শুধু বলতে চাই শর্টসেলার এনরিচমেন্ট কমিশন দারুণ কাজ করছে। আর নাম পরিবর্তনও একদম ঠিকঠাক!”–বলেন মাস্ক।

মালিক ছাড়া অন্য কেউ বা ধার নেওয়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শেয়ার বা বন্ড বিক্রি করতে চাইলে তাকে শর্টসেলার বলা হয়।

সম্প্রতি মাস্কের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনে এসইসি। অগাস্টের ৭ তারিখ টুইট বার্তার মাধ্যমে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়।

টুইটে মাস্ক বলেন ৪২০ মার্কিন ডলার শেয়ার মূল্যে টেসলাকে প্রাইভেট করা হচ্ছে এবং এজন্য তহবিল সংগ্রহ হয়েছে। এসইসি’র দাবি এই টুইটের কোনো ভিত্তি নেই এবং এতে সৃষ্ট বিশৃংখলায় বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে।

শনিবার জালিয়াতির মামলা মীমাংসা করতে সিদ্ধান্ত প্রকাশ করে এসইসি। মীমাংসায় মার্কিন নীতি নির্ধারকদেরকে টেসলা ও মাস্কের পক্ষ থেকে আলাদাভাবে দুই কোটি মার্কিন ডলার করে মোট চার কোটি ডলার দিতে বলা হয়।

এর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ ছাড়তে হচ্ছে তাকে। কিন্তু প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারবেন মাস্ক।

মামলা মীমাংসার পর আবারও টুইটে এসইসি-কে খোঁচা দিলেন মাস্ক। তার এই টুইটের ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এসইসি।

Share Button

     এ জাতীয় আরো খবর