December 30, 2024, 10:26 pm

সংবাদ শিরোনাম
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে ইসলামপুরে সাবেক পৌর মেয়র আঃ কাদের শেখ আটক গাইবান্ধায় ৮২ বোতল ফেনসিডিলসহ দুই মহিলা মাদক কারবারি আটক। মধুপুরে ৩দিন ব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

‘পোড়ামন টু’ নিয়ে ব্যস্ত সিয়াম

‘পোড়ামন টু’ নিয়ে ব্যস্ত সিয়াম

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

মেহেরপুর শহরের আশপাশেই গেল এক মাসেরও বেশি সময় কাটছে চলচ্চিত্রের নতুন নায়ক সিয়াম আহমেদের। সেখানে তিনি রায়হান রাফী নির্দেশিত ‘পোড়ামন টু’ চলচ্চিত্রের টানা শুটিং করছেন। এটাই সিয়ামের প্রথম চলচ্চিত্র। এর আগে অনেক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তিনি। আর তার এই দর্শকপ্রিয়তাকে বিবেচনা করেই জাজ মাল্টিমিডিয়া তাকে নিয়ে নির্মাণ করছেন ‘পোড়ামন টু’ চলচ্চিত্রটি। এর কাজে টানা ব্যস্ত থাকায় আপাতত টিভি নাটক বা টেলিফিল্মে অভিনয় থেকে দূরে আছেন তিনি।

তবে তার সহকর্মীরা চলচ্চিত্রে তার শুভারম্ভ নিয়ে দারুণভাবে উচ্ছ্বসিত। সবারই প্রত্যাশা সিয়াম অভিনীত ‘পোড়ামন টু’ দর্শকপ্রিয়তা পাবে। সিয়ামও সেই আশাই করছেন। আর তাই নিজের সর্বোচ্চটুকু দিয়েই তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন। ফুটিয়ে তোলার দারুণ চেষ্টা করছেন সুজন শাহ চরিত্রটিকে। সিয়াম বলেন, এই চলচ্চিত্রে যাদের সঙ্গেই কাজ করছি প্রত্যেকেই আমাকে খুব সহযোগিতা করছেন। যেমন আনোয়ারা ম্যাডাম, ফজলুর রহমান বাবু ভাই, বাপ্পারাজ ভাই। আমরা যে সবাই মিলে একটি ভালো কাজ করতে চাচ্ছি তারই দৃষ্টান্ত হতে যাচ্ছে এই চলচ্চিত্রটি। এমন দৃষ্টান্ত সত্যিই সচরাচর পাওয়া যায় না। সবার মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়েছে। যে কারণে কাজটিও খুব ভালো হচ্ছে। পরিচালক রায়হান রাফীর নির্দেশনায় কাজটি আমি বেশ উপভোগ করছি।

 

Share Button

     এ জাতীয় আরো খবর