এবার যৌথ প্রযোজনার ছবিতে মাজনুন মিজান
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও এই অভিনেতাকে দেখা গেছে। সর্বশেষ শামীম আহমেদ রনীর ‘বসগিরি’ ও ফখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’ শীর্ষক ছবিতে তিনি অভিনয় করেন। দুটি ছবি থেকেই দর্শকদের বেশ সাড়া পেয়েছেন এই অভিনেতা। এবার তাকে যৌথ প্রযোজনার একটি ছবিতে দেখা যাবে বলে জানান তিনি। এই প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ভুবন মাঝি ছবির ফখরুল আরেফিন যৌথ প্রয়োজনার একটি ছবি নির্মাণ করবেন।
নতুন এই ছবিতে আমি থাকছি। তবে যৌথ প্রয়োজনার নীতিমালা সক্রান্ত কিছু সমস্যার কারণে ছবিটির এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। খুব শিগগির ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এদিকে মাজনুন মিজান বর্তমানে ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি বিজয় দিবসের দুটি খ- নাটকের কাজ শেষ করেছেন। নাটক দুটি হলো সুমন আনোয়ারের ‘গুপ্তধন’ ও অঞ্জন আইচের ‘নিহত নক্ষত্র’। এই দুটি নাটকে তার বিপরীতে দেখা যাবে মৌসুমি হামিদ ও ফারহানা মিলিকে।
এছাড়া খুব শিগগির নাহিদ কামাল পিয়ালের ‘কাগজের বাড়ি’ ও সজিব আহমেদের ‘ফজেন কার’ শীর্ষ আরো দুটি খ- নাটকের কাজ করবেন তিনি। খ- নাটকের পাশাপাশি ধারাবাহিকেও ব্যস্ততা কম নয় বলে জানান এই অভিনেতা। বাংলাভিশনে তার অভিনীত ‘আকাশে মেঘ নেই’ ও এশিয়ান টিভিতে ‘মগের মুল্লুক’ ধারাবাহিক দুটি প্রচার হচ্ছে। এ ছাড়া আরো চারটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করবেন বলেও জানান। দীর্ঘদিন থেকে এই অভিনেতা অভিনয় করছেন। সেই প্রসঙ্গ ধরে জানতে চাওয়া নাটকের বর্তমান চালচিত্র সম্পর্কে। এই সম্পর্কে মাজনুন বলেন, এখন বিচ্ছিন্নভাবে নাটক নির্মাণ, প্রচার ও বিনিয়োগ হচ্ছে। একটি সুস্থ নীতিমালার মধ্যে আসা আমাদের প্রয়োজন।