June 28, 2024, 12:22 am

সংবাদ শিরোনাম
রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা পার্বতীপুরে ৩দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন ও বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ পার্বতীপুরে পাট উৎপাদনকারী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন উখিয়ায় প্রাইভেটকারসহ ২৫ হাজার ৮’শ ইয়াবা নিয়ে চালক আটক

বিয়ের ১০ বছর মা হচ্ছেন অভিনেত্রী নেহা

বিনোদন অনলাইন ডেস্ক:-

ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী নেহা মারদা। ‘বালিকা বধূ’ ধারাবাহিকের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তার। ধারাবাহিকটির ‘গহনা’, অর্থাৎ আনন্দীর জেঠতুতো শাশুড়ির ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সুখবর দেন অভিনেত্রী। এদিন তিনি জানান, শিগগিরই দুই থেকে তিন হতে যাচ্ছেন তারা। স্বামী আয়ুষ্মান আগারওয়ালের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই খবর জানান নেহা।

এদিন অভিনেত্রীকে আঁটোসাটো লাল গাউনে বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা যায় তাকে। বিপরীতে সাদা-কালো ফর্ম্যাল পোশাকে দেখা যায় তার স্বামীকে। তারা দুজনে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে শরীরে নতুন প্রাণের অনুভূতি নিচ্ছেন।

অভিনেত্রী মা হওয়ার খবর জানিয়ে লেখেন, অবশেষে ঈশ্বর আমার মধ্যে আর্বিভূত হতে যাচ্ছেন। ২০২৩ সালে সন্তান আসছে। আর তার এই মা হওয়ার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য তারকারা।

প্রসঙ্গত, ২০১২ সালে ব্যবসায়ী আয়ুষ্মান আগারওয়ালাকে বিয়ে করেন নহো। বিয়ের দশ বছরের মাথায় সন্তানসম্ভবা অভিনেত্রী।

নেহাকে ‘বালিকা বধূ’ ছাড়াও ‘ডোলি আরমানো কি’ ও ‘কিঁউ রিস্তোমে কাট্টি বাট্টি’সহ একাধিক ধারাবাহিকে দেখা গেছে তাকে। তবে এর বাইরে ‘ঝলক দিখলা জা (সিজন ৮)’ এবং ‘খতরোকে খিলাড়ি সিজন ৮’-এরও প্রতিযোগী হিসেবে দেখা গেছে তাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর