November 15, 2025, 3:17 am

সংবাদ শিরোনাম
ইয়াবা কারবারি ফ্যাসিস্ট সহযোগীরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে পুলিশ, নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়ন বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় দিনভর উত্তপ্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

নতুন পরিকল্পনায় ঝিলিক

নতুন পরিকল্পনায় ঝিলিক

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। স্টেজ শোর পাশাপাশি রেকর্ডিংয়েও চলছে তার সমান ব্যস্ততা। ঝিলিকের সর্বশেষ একক ‘প্রথম প্রেম’ প্রকাশ হয়েছিল ২০১৪ সালে। এরপর গত বছর প্রকাশ হয় শাহরিদ বেলালের সঙ্গে তার একটি দ্বৈত অ্যালবাম। তবে এখন নতুন পরিকল্পনা করেছেন ঝিলিক। ৮-১০টি গান নিয়ে অ্যালবাম আর করবেন না।

বরং সিঙ্গেল ট্র্যাক করবেন। আর যদি ভালো প্রজেক্ট হয় তবে তিন গান নিয়ে ইপি অ্যালবামও করবেন। তবে স্টেজ ব্যস্ততার কারণে নতুন গানের কাজ আর করা হয়ে ওঠেনি এ শিল্পীর। কয়েক মাস ধরেই স্টেজে টানা ব্যস্ত সময় পার করছেন তিনি। অবশ্য এবার নতুন গান করার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু এখন বৃষ্টির মৌসুম চলছে, তাই খানিক অবসর সময়ও পাচ্ছেন ঝিলিক। আর এই অবসর সময়টাকেই কাজে লাগাতে চান তিনি। খুব শিগগিরই একটি সিঙ্গেল এর কাজ শুরু করবেন এ শিল্পী। সেটা দ্বৈত গান হওয়ার সম্ভাবনাই বেশি।

এরই মধ্যে কথা-সুর ও সংগীতায়োজন ও শিল্পী নির্বাচনের বিষয়টি নিয়ে পরিকল্পনা করছেন ঝিলিক। খুব শিগগিরই ট্র্যাক তৈরির কাজ শুরু হবে। এরপরই গানে ভয়েস দেওয়ার পর ভিডিওর কাজও শুরু করবেন।

যেহেতু অনেক দিন পর নিজ উদ্যোগে গান প্রকাশ করবেন তাই একটু ভালো করেই সেটা করতে চান। এ বিষয়ে ঝিলিক বলেন, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে গান অনেক দিন ধরেই করা হয়ে ওঠেনি। তবে এবার নতুন গান করবো বলে ঠিক করেছি। নিজের মনের মতো করেই গানটি করবো। এখন এর পরিকল্পনা করছি। তাই তেমন কিছু জানাতে চাইছি না। সবকিছু পাকাপাকি করে জানাবো। তবে খুব সুন্দর একটি গান আমি শ্রোতাদের উপহার দিতে চাই, যেটা দীর্ঘ সময় তারা মনে রাখবেন। আর সেটা অচিরেই।

Share Button

     এ জাতীয় আরো খবর