June 12, 2025, 7:05 pm

সংবাদ শিরোনাম
ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক ঝিকরগাছার বায়সায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ১১ বছরের সোহানার মরদেহ উদ্ধার বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

নতুন পরিকল্পনায় ঝিলিক

নতুন পরিকল্পনায় ঝিলিক

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। স্টেজ শোর পাশাপাশি রেকর্ডিংয়েও চলছে তার সমান ব্যস্ততা। ঝিলিকের সর্বশেষ একক ‘প্রথম প্রেম’ প্রকাশ হয়েছিল ২০১৪ সালে। এরপর গত বছর প্রকাশ হয় শাহরিদ বেলালের সঙ্গে তার একটি দ্বৈত অ্যালবাম। তবে এখন নতুন পরিকল্পনা করেছেন ঝিলিক। ৮-১০টি গান নিয়ে অ্যালবাম আর করবেন না।

বরং সিঙ্গেল ট্র্যাক করবেন। আর যদি ভালো প্রজেক্ট হয় তবে তিন গান নিয়ে ইপি অ্যালবামও করবেন। তবে স্টেজ ব্যস্ততার কারণে নতুন গানের কাজ আর করা হয়ে ওঠেনি এ শিল্পীর। কয়েক মাস ধরেই স্টেজে টানা ব্যস্ত সময় পার করছেন তিনি। অবশ্য এবার নতুন গান করার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু এখন বৃষ্টির মৌসুম চলছে, তাই খানিক অবসর সময়ও পাচ্ছেন ঝিলিক। আর এই অবসর সময়টাকেই কাজে লাগাতে চান তিনি। খুব শিগগিরই একটি সিঙ্গেল এর কাজ শুরু করবেন এ শিল্পী। সেটা দ্বৈত গান হওয়ার সম্ভাবনাই বেশি।

এরই মধ্যে কথা-সুর ও সংগীতায়োজন ও শিল্পী নির্বাচনের বিষয়টি নিয়ে পরিকল্পনা করছেন ঝিলিক। খুব শিগগিরই ট্র্যাক তৈরির কাজ শুরু হবে। এরপরই গানে ভয়েস দেওয়ার পর ভিডিওর কাজও শুরু করবেন।

যেহেতু অনেক দিন পর নিজ উদ্যোগে গান প্রকাশ করবেন তাই একটু ভালো করেই সেটা করতে চান। এ বিষয়ে ঝিলিক বলেন, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে গান অনেক দিন ধরেই করা হয়ে ওঠেনি। তবে এবার নতুন গান করবো বলে ঠিক করেছি। নিজের মনের মতো করেই গানটি করবো। এখন এর পরিকল্পনা করছি। তাই তেমন কিছু জানাতে চাইছি না। সবকিছু পাকাপাকি করে জানাবো। তবে খুব সুন্দর একটি গান আমি শ্রোতাদের উপহার দিতে চাই, যেটা দীর্ঘ সময় তারা মনে রাখবেন। আর সেটা অচিরেই।

Share Button

     এ জাতীয় আরো খবর