January 17, 2025, 9:00 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

আমরা জীবনে বাউন্সি উইকেটে খেলিনি এমন তো নয়: মুমিনুল

আমরা জীবনে বাউন্সি উইকেটে খেলিনি এমন তো নয়: মুমিনুল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

শ্যানন গ্যাব্রিয়েলের আগুন ঝরানো বোলিং। কেমার রোচ, জেসন হোল্ডার, মিগুয়েল কামিন্সরাও কম যান না। উইকেটে বেশ প্রাণের ছোঁয়া। ব্যাটসম্যানদের নাভিশ্বাস! শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারদের সাফল্য বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটি বার্তাও। তবে সেই বার্তায় শঙ্কার সংকেত দেখছেন না মুমিনুল হক। বাউন্সি উইকেট আর শর্ট বল নিয়ে ভাবনায় কাতর নন এই ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো নিজেদের পুরোনো চেহারা হারিয়ে ফেলেছিল বেশ কয়েক বছর আগেই। গত কয়েক বছরে উইকেট বেশিরভাগ সময়ই ছিল মন্থর। তবে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে দুই টেস্টেই উইকেট ছিল বেশ প্রাণবন্ত। সেই সোনালি সময়ের মতো না হলেও উইকেট ছিল গতিময় ও বাউন্সি।

সেই উইকেটে লঙ্কান ব্যাটসম্যানদের কাবু করেছেন গ্যাব্রিয়েল। সেন্ট লুসিয়া টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১৩ উইকেট। অন্য পেসাররাও আছেন বেশ ছন্দে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজেও উইকেট একইরকম থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটাও হবে কঠিন।

তবে মাঠের চ্যালেঞ্জ নেওয়ার আগে মানসিকভাবে পিছিয়ে থাকতে চান না মুমিনুল। প্রশ্রয় দিতে চান না বাউন্স নিয়ে অতি ভাবনাকে। সংবাদমাধ্যমকেও অনুরোধ করলেন এই প্রসঙ্গের বলয়ে না থাকতে।

“এমন তো নয় আমরা জীবনে বাউন্সি উইকেটে খেলিনি! তো সেটি নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই, আমাদের দুর্ভাবনারও কিছু নই। আপনারা বেশি ভাবনায় পড়লে সেটি আমাদের মাথায়ও ঢুকে যাবে। মানুষের মস্তিষ্ক তো, একটা কথা বলতে থাকলে সেটা গ্রহণ করে নেবেই।”

“বাউন্সি উইকেটে আগেও খেলেছি। এবারও গিয়ে দ্রুত মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে পারলে সমস্যা নেই।”

প্রসঙ্গ যখন বাউন্স, আর খেলা ক্যারিবিয়ানে, চার বছর আগে ফিরে যাওয়া অবধারিতই। ২০১৪ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেই বিব্রতকর এক অভিজ্ঞতা হয়েছিল মুমিনুলের। সেই সময়ের কোচ চন্দিকা হাথুরুসিংহে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, শর্ট বলে দুর্বলতা আছে মুমিনুলের।

সেটি নিয়ে দেশের ক্রিকেটে সমালোচনা হয়েছিল তুমুল। মুমিনুলকে ভুগতেও হয়েছে যথেষ্ট। কোচের সেই ধারণার কারণে খেসারত দিতে হয়েছে অনেক।

এবার আবারও সেই ওয়েস্ট ইন্ডিজ সফর। এবারও একজন নতুন কোচ। মুমিনুলের ভাবনা কেমন? অতীত ভুলে মুমিনুল তাকাতে চাইলেন সামনে।

“চার বছর আগের কথা মনে নেই। মনে করতে চাই না কারণ সেবার ভালো কিছু হয়নি। আশা করি এবার ভালো হবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর