‘মেসি সেরা, কিন্তু দল হিসেবে খেলেনি আর্জেন্টিনা’
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
প্রতিপক্ষের খেলোয়াড় লিওনেল মেসির প্রশংসা করেছেন ইভান পেরিসিচ। তবে ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড মনে করেন দল হিসেবে খেলতে পারছে না আর্জেন্টিনা।
বৃহস্পতিবার নিজনি নভগোরোদে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারে আর্জেন্টিনা।
গোলরক্ষক উইলি কাবাইয়েরোর মারাত্মক ভুলে প্রথম গোল হজম করে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ব্যবধান দ্বিগুন করেন ক্রোয়াট অধিনায়ক মদ্রিচ। যোগ করা সময়ে ইভান রাকিতিচ গোল করলে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার। অন্যদিকে ২০০২ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় আছে আর্জেন্টিনা।
সাফল্য পেতে আর্জেন্টিনাকে অবশ্যই একটা দল হয়ে খেলা শিখতে হবে বলে এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান পেরিসিচ।
“মেসি সেরা, ঠিক ক্রিস্তিয়ানো রোনালদোর মতো। কিন্তু আপনি কিছু অর্জন করতে পারবেন শুধু যদি আপনি একটা দল হয়ে খেলেন।”
“যদি তারা সামনে এগোতে চায় আর্জেন্টিনার কিছু বিষয়ে পরিবর্তন আনা প্রয়োজন।”