আর্জেন্টিনা-ইসরায়েল প্রীতি ম্যাচ বাতিল
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগে ইসরায়েলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি আর হচ্ছে না। জেরুজালেমে আগামি শনিবার হওয়ার কথা ছিল প্রীতি ম্যাচটি। কিন্তু গত মঙ্গলবার আর্জেন্টিনায় ইসরায়েলের দূতাবাস ম্যাচটি হচ্ছে না বলে এক বিবৃতিতে জানিয়েছে। আর্জেন্টিনার খেলোয়াড়দের নিরাপত্তা হুমকি ও সহিংসতার আশঙ্কা থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে বিবৃতিতে আরও জানানো হয়। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তার আগে এটি ছিল শেষ প্রস্তুতি ম্যাচ। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচ বাতিলের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন। খুশি আর্জেন্টিনার ফুটবলাররাও। ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন ইএসপিএনকে বলেন, “শেষ পর্যন্ত তারা ঠিক কাজটাই করেছে। এখন এটা আমাদের অতীত, অবশ্যই আমাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সবার আগে। আমরা মনে করি, না যাওয়াটাই সঠিক কাজ।”