December 10, 2024, 11:57 pm

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে পুলিশ পরিচয়ে বীজ হিমাগারে দুর্ধর্ষ ডাকাতি উজিরপুরে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার অন্যতম দুই আসামি গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতা বহিষ্কার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ্য ও রোকেয়া দিবস পালিত বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত’ সম্মাননা পেলেন ৫ জয়িতা হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আটক সিংড়ায় সৎ মেয়েকে কুপিয়ে হত্যা সহিদ আলী’র পিতার জানাযা নামাজ ও দাফন সম্পন্ন ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক

বাংলাদেশে পেপলের কার্যক্রম শুরু

বাংলাদেশে পেপলের কার্যক্রম শুরু

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

বিশ্বব্যাপী অনলাইন পেমেন্ট সিস্টেম পেপল বাংলাদেশে চালু হয়েছে এর ফলে এখন থেকে ফ্রিল্যান্স রেমিটেন্স উপার্জনকারীরা বিদেশ থেকে ৪০ মিনিটের মধ্যে তাদের পেমেন্ট গ্রহণ করতে পারবেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে পেপলের কার্যক্রমের উদ্বোধন করেন এই সেবার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরাও বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠানোর সুবিধা পাবে অনুষ্ঠানে জয় বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রায় কোটি ১৮ লাখ প্রবাসী বাংলাদেশী গত বছরে ১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছে বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর সুযোগ সৃষ্টি হওয়ায় এখন দেশে রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন জয় জুম সার্ভিসের প্রশংসা করেন এতে প্রবাসী বাংলাদেশীদের প্রত্যেকেই খুব আল্প সময়ের মধ্যে দেশে রেমিটেন্স পাঠাতে সক্ষম হবে জুম কর্মকর্তারা বলেন, রেমিটেন্সের পরিমাণ এক হাজার মার্কিন ডলারের বেশি হলে ফ্রিল্যান্সাররা বিনা মূল্যে এই সেবাটি ব্যবহার করতে পারবে তবে এক হাজার মার্কিন ডলারের কম হলে সার্ভিস চার্জ হিসাবে ডলার পরিশোধ করতে হবে জুম সার্ভিসের আওতায় যে কেউ এক সময়ে ১০ হাজার ডলার পাঠাতে পারবেন এবং গ্রাহকরা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক এবং সোস্যাল ইসলামি ব্যাংকসহ ৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই সেবা নিতে পারবেন জয় বলেন, আইসিটি ডিভিশন বিদেশের আউট সোর্সিং সুবিধা লুফে নিতে ১৩ হাজার তরুণকে প্রশিক্ষণ দিয়েছে তাদের অনেকেই এখন উপার্জন করছে তিনি বলেন, সরকার দুএক বছরের মধ্যে ইন্টারনেট খরচ কমিয়ে দেয়ার এবং ফ্রিল্যান্সারের দাবি অনুযায়ী উচ্চ গতিসম্পন্ন নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ প্রদানের পরিকল্পনা করেছে জয় বলেন, ২০০৮ সালে এমবিপিএস ইন্টারনেটের মূল্য ছিল ৮০ হাজার টাকা আমি বলেছিলাম এটি কমিয়ে ৮০০ টাকা করা হবে এবং আমি সেটি করেছি বর্তমানে এর রেট হচ্ছে ৬০০ টাকা তিনি বলেন, সরকার ইন্টারনেট সেল ফোন অপারেটরদের অধিকাংশ সমস্যার সমাধান করে দিয়েছে বছরের মধ্যে ৪জি সার্ভিস চালু করা হবে এক বছরের মধ্যে অন্তত নগর এলাকায় ৪জি সার্ভিস চালু করার দাবি ছিল মোবাইল অপারেটরদের তাদের সমস্যা ছিল ২৪টি আমি ইতোমধ্যেই ২২টির সমাধান করে দিয়েছি জয় বলেন, আইসিটি ডিভিশন অন লাইন সিস্টেম সব ধরনের অর্থনৈতিক লেনদেন বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাষ্ট্রপরিচালিত একটি অনলাইন সিস্টেমের অধীনে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির এবং আইসিটি ডিভিশনের সচিব সুবির কিশোর চৌধুরী উপস্থিত ছিলেন

Share Button

     এ জাতীয় আরো খবর