-
- আন্তর্জাতিক, জাতীয়, রাজনীতি, লিড নিউজ
- লন্ডনে আরিফ খান জয়ের উপর হামলা
- আপডেট সময় April, 19, 2018, 12:14 pm
- 368 বার পড়া হয়েছে
লন্ডন সংবাদদাতাঃ
লন্ডনে বিএনপির নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। স্থানীয় সময় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রতিবাদে ওয়েস্টমিনস্টারের দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারের সামনে বিক্ষোভ করছিলেন যুক্তরাজ্য শাখা বিএনপির নেতা-কর্মীরা। ওই বিক্ষোভ মিছিল থেকেই আরিফ খান জয়ের উপর হামলা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনফারেন্স সেন্টারের বাইরে বিক্ষোভ করছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা। পাশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আরিফ খান জয় বিএনপির বিক্ষোভের পাশ দিয়ে হেঁটে সম্মেলন স্থলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিএনপির বিক্ষোভ থেকে তাঁর উদ্দেশে কটু মন্তব্য করা হয়। একপর্যায়ে উপমন্ত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন কয়েকজন। এ সময় আরিফ খান দৌড়ে গিয়ে পাশের বারক্লেস ব্যাংকের সামনে গিয়ে আশ্রয় খোঁজেন। হামলাকারীরাও তাঁর পিছু নেন। পরে বিএনপির কিছু নেতাকর্মীই তাঁকে রক্ষা করেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, উপমন্ত্রীকে ঘিরে রেখে হামলা থেকে রক্ষার চেষ্টা করছেন বিএনপির কিছু নেতা-কর্মী। তাঁরা হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৯এপ্রিল২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর