প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও। এডিবির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া এডিবির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন কয়েকটি উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখবেন তিনি। সফর শেষে বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।
এডিবি বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম। বাংলাদেশের উন্নয়নে আগামী পাঁচ বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে সংস্থাটি।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা