April 25, 2025, 10:07 pm

সংবাদ শিরোনাম
বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল বেনাপোল স্হল বন্দর দিয়ে গাড়ী আমদানি কমেছে যশোরে সন্ত্রাসী হৃদয় আটক দেখার কেউ নেই, ভুয়া সদস্যের ছড়াছড়ি-রংপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে

সাদুল্লাপুরে ১১ হাজারের বেশি মানুষ ভাতা প্রত্যাশায়, বরাদ্দ সংকটে অনিশ্চয়তা

মাসুম পারভেজ, সাদুল্লাপুর, গাইবান্ধাঃ

গাইবান্ধার দরিদ্রপ্রবণ উপজেলা সাদুল্লাপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য ১১ হাজার ৪৪৪ জন আবেদন করলেও বরাদ্দ সংকটে তারা এখনও কাঙ্ক্ষিত ভাতা পাননি। দীর্ঘদিন ধরে সমাজসেবা কার্যালয় ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরলেও আশানুরূপ সাড়া পাচ্ছেন না ভাতা প্রত্যাশীরা।

সরকারের নির্দেশনা অনুযায়ী শতভাগ ভাতা কভারেজ নিশ্চিত করতে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয় অনলাইনে আবেদন গ্রহণ শুরু করে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত বয়স্ক ভাতা পেতে ৩,২৮৮ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পেতে ৫,৬৯১ জন এবং প্রতিবন্ধী ভাতা পেতে ২,৫২৫ জন আবেদন করেছেন।

ভাতা না পাওয়ায় হতাশ ভুক্তভোগীরা

উপজেলার বিভিন্ন এলাকার ভাতা প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ছকিনা, রাজেনা, মফেলা, আব্দুর রাজ্জাক ও শাহানা বেওয়া। তাদের মধ্যে কেউ আবেদন করেছেন বয়স্ক বা বিধবা ভাতার জন্য, আবার কেউ প্রতিবন্ধী ভাতার জন্য। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও তারা ভাতার আওতায় আসতে পারেননি বলে অভিযোগ করেছেন।

একই অভিযোগ জামালপুর ইউনিয়নের বাসিন্দাদেরও। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ জানান, তার ইউনিয়নের প্রায় এক হাজার ব্যক্তি ভাতার জন্য আবেদন করেছেন। তবে বরাদ্দ সংকটের কারণে অনেকেই ভাতা পাননি, যা তার জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

সমাজসেবা কর্মকর্তার বক্তব্য

সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় জানান, ইতোমধ্যে ৩৯,৫০০ জন ব্যক্তি ভাতা পাচ্ছেন। নতুন করে আরও ১১ হাজার ৪৪৪ জন আবেদন করলেও পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তাদের ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি সংশ্লিষ্ট দফতরের নজরে আনা হয়েছে এবং বরাদ্দ বাড়ানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভাতা প্রাপ্তির অপেক্ষায় হাজারো মানুষ

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়ানো হলে সাদুল্লাপুরের হাজারো দরিদ্র ও অসহায় মানুষ ভাতা পেয়ে উপকৃত হবেন। ভুক্তভোগীরা দ্রুত বরাদ্দ নিশ্চিতের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন।

মাসুম পারভেজ
সাদুল্লাপুর, গাইবান্ধা।

Share Button

     এ জাতীয় আরো খবর