December 30, 2024, 11:28 pm

সংবাদ শিরোনাম
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে ইসলামপুরে সাবেক পৌর মেয়র আঃ কাদের শেখ আটক গাইবান্ধায় ৮২ বোতল ফেনসিডিলসহ দুই মহিলা মাদক কারবারি আটক। মধুপুরে ৩দিন ব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

নবীগঞ্জ পৌর বিএনপির উদ্দ্যেগে ঝাঁকজমক ভাবে মুক্ত দিবস পালিত

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-

স্বাধীননতার ৫২ বছর পর নবীগঞ্জে মুক্ত দিবস পালন না করার সংবাদ বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও যোগাযোগ মাধ্যমে ফেইসবুক এ নিয়ে লেখালেখি হলে বিষয় সবার নজরে আসে।

এতে, গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে
শহরের শহীদ আজমত আলী চত্তরে ঝাঁকজমক ভাবে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও মহিবুর রহমান এর পরিচালনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর বিএনপির ১ম সদস্য আনোয়ার হোসেন মিঠু।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিদুল করিম মজিদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য জয়নাল আবেদীন, পৌর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালিক, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াহিদ খোয়াজ, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুস শহিদ, ২নং ওয়ার্ড সহ সভাপতি আছমত আলী, ৬নং ওয়ার্ড সহসভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মোহিত চৌধুরী লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান অলি, পৌর বিএনপি নেতা মনসুর আলী, আব্দুস সোবহান, কবির আহমেদ, জিতু মিয়া, দাইম উদ্দিন, সবুর মিয়া, বদর উদ্দিন, জুনাব আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক শ্যামেলা বেগম, পৌর মহিলা দলের নেত্রী সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, মহিলা দলের কবিরুন বেগম, লালফুল বেগম, রত্না বেগম, পারভীন বেগম, সুদানা আক্তার, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহাগ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান অনিক, উপজেলা ছাত্র দলনেতা তৌহিদুল ইসলাম শয়ন, মো: মজিদ মিয়া, শাহজাহান আহমেদ, নাদিম আহমেদ, পৌর ছাত্রদল নেতা অন্তর আহমেদ সহ আরো অনেকেই।

সভায় বক্তারা ৬ ডিসেম্বর নবীগঞ্জ মুক্ত দিবস নিয়ে বিস্তার আলোচনা করেন। আগামীতে এভাবে আলোচনা সভা অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন বক্তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর