January 22, 2025, 2:10 pm

সংবাদ শিরোনাম
ইমরান আহমদ মহিলা কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ পালিত। নীলফামারীতে অবৈধ দুই ইট ভাটা থেকে ২ লাখ ৯৫হাজার টাকা জরিমানা আদায় নীলফামারীতে বিএনপি নেতা আখতারুজ্জামান জুয়েলের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ লামায় ইটভাটায় অভিযানে ১১ লক্ষ টাকা জরিমানা শহীদ জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে আমেরিকা প্রবাসী বিএনপি নেতা হোসেন পাঠান বাচ্চুর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। মিঠাপুকুরের দুই অদম্য মেধাবী শিক্ষার্থী সিয়াম ও শিনু মেডিকেল ভর্তির সুযোগ পেলেন। গৌরনদীতে ১১বোতল ফেনসিডিলসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনি উদ্ধার,আটক 2 স্বামী -্স্ত্রী্কে ফেরত দিলো ভারত পুলিশ গৌরনদীতে ১১বোতল ফেনসিডিলসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

কুমিল্লায় স্পেন প্রবাসীর বাড়ি নির্মাণে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি: থানায় মামলা দায়ের, চাঁদাবাজ শ্যামল গ্রেফতার

ক্রাইম রিপোর্ট::

রেমিটেন্সের উপার্জন দিয়ে একখণ্ড জমি ক্রয় করে একটি স্বপ্নের বাড়ি করতে গিয়ে চাঁদাবাজদের চাঁদাবাজি ও হুমকির সম্মুখীন হয়েছেন রেমিটেন্স যোদ্ধা কুমিল্লা নগরীর একটি স্পেন প্রবাসী পরিবার। জানা যায়,কুমিল্লা নগরীর ৪ নং ওয়ার্ডের আদালতের পূর্ব গেইট সংলগ্ন ইসলামপুর এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করছেন বীরমুক্তিযোদ্ধা মো: মুকবুল হোসেনের (৬৯) ছেলে স্পেন প্রবাসী শাহাদাত হোসেন রনি (৪০)। কিন্তু পরিতাপের বিষয় হলো ,বাড়ি নিমার্ণ করতে গিয়ে প্রতিটি পদে পদে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন
এই স্পেন প্রবাসীর পরিবার।

সরে জমিনে জানা যায় ভুক্তভোগী এই প্রবাসী পরিবারের কাছে দফায় দফায় চাঁদা দাবি করে আসছিল একটি চাঁদাবাজ চক্র। অবশেষে ১০ লাখ টাকা চাদাঁ দাবি করে রাজমিস্ত্রীকে মারধর করে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করা সাইফুল বিন আবছার শ্যামল (৫৩) ও তার ভাই তাওহিদ বিন আবছার সৈকত (৪০)। তাদের যন্ত্রণায় অতিষ্ট হয়ে অবশেষে কুমিল্লা নগরী কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন স্পেন প্রবাসী শাহাদাত হোসেন রনি।

স্পেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা শাহাদাত হোসেন রনির অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় দায়ের কৃত অভিযোগের বরাতে জানা যায়, অপরাধিদের বিচার চেয়ে শাহাদাত হোসেন রনি স্পেনের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদনে শাহাদাত হোসেন রনি জানান, আমার ক্রয় করা জমিতে বাড়ি নির্মাণের কাজ চলাকালীন সময়ে একই এলাকার সৈকত ও তার ভাই শ্যামল গায়ের জুরে, অন্যায় ভাবে চাঁদা দাবী করে আসছিলো কিন্তু আমার বৃদ্ধ পিতা এ বিষয়ে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার মুরব্বিদের বিষয়টি অবহিত করেন কিন্তু এতে চাঁদাবাজরা আরও ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে যে, এই জায়গায় বাড়ি নিমার্ণ করতে হলে তাদের ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে ,নতুবা ভবনের কাজ করতে পারব না। গত ৯ জুলাই বিকেল প্রায় সাড়ে ৩ ঘটিকার সময় সৈকত ও শ্যামল দুই ভাই আমার নির্মাণাধীন বাড়ির নিচতলায় এসে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার জন্য রাজমিস্তি আরিফকে(২০) এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং চলে যাওয়ার সময় তারা প্রকাশ্যে আরও হুমকি দিয়ে বলে আইনের আশ্রয় নিলে আমার পিতাসহ যে বা যারা সাক্ষী দিবে তাদেরকে খুন করে লাশ গুম করে দিবে।

অবশেষে উপায়ান্তর না দেখে এবং কোন সালিশি মীমাংসা না হওয়ায় , স্পেন প্রবাসী শাহাদাত হোসেন রনির পিতা বীর মুক্তিযোদ্ধা মো: মুকবুল হোসেন বাদী হয়ে কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। মামলা নাম্বার ১৬ ,তারিখ ৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ‌‌।

প্রবাসী কল্যাণ সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদ হোসেন অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করেন এবং এ বিষয় সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয়ার পর প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় উক্ত ঘটনায় গত ৮ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানা পুলিশ শ্যামলকে আটক করে আদালতে প্রেরণ করে। আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

উল্লেখ্য যে,শাহাদাত হোসেন রনি আরো জানান, এখন তারা মামলা উঠিয়ে নিতে চাপ দিচ্ছে। আমার বাড়ির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। আমার পরিবার বেশ আতংকে রয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।

স্থানীয় একাধিক সূত্র জানায়, আদালতপাড়ার কাপ্তানবাজার হাজী জামে মসজিদের মুয়াজ্জিন সামসুল হকের ছেলে আরিফুল ইসলামের কাছ থেকে আলবেনিয়াতে নিবে বলে ৮ লাখ ৩০ হাজার টাকা নেন শ্যামল। টাকা নিয়ে একটি ভুয়া ভিসাও দেন শ্যামল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন শ্যামল এমন অনেকের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন বিদেশে নিবে বলে।

আরও জানায়, একই এলাকার অন্য আরেকটি চাঁদাবাজি মামলার আসামি হলেন শ্যামলের মাতা শাহীদা আক্তার ও তার ভাই সোহেল আবছার, মামলার বাদী এডভোকেট মো: মনিবুর রহমান চৌধুরী মনির, যাহা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় মামলার বাদি স্পেন প্রবাসী শাহাদাত হোসেন রনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর