হিলি ( দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম (বোটর) কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি হাকিমপুর থানার অফিসিয়াল পেজে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোস্তাফিজার রহমান।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম বোটর হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের আবু তাহের এর ছেলে। শরিফুল ইসলাম আলিহাট ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক বলে জানান পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থী হত্যা মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানা মামলা ০৭।
পুলিশ বুধবার বিকেলে আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগে ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক শরিফুল কে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখঃ শিক্ষার্থী হত্যা মামলায় এ পর্যন্ত তিন জন এজাহার ভূক্ত আসামি সহ ২১ জন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।