June 12, 2025, 7:08 pm

সংবাদ শিরোনাম
ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক ঝিকরগাছার বায়সায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ১১ বছরের সোহানার মরদেহ উদ্ধার বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

রামুতে বৌদ্ধ বিহারে হামলা মামলার আসামি ইয়াসিরের জামিন! আবারো নতুন করে হামলা হতে পারে ধারণা সচেতন মহলের।

রুহুল আমিন/ শাহাদত হোসেন ঃ-

কক্সবাজার রামুতে বৌদ্ধ বিহারে জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে ৬ ই জানুয়ারি আগুন ধরিয়ে দেয়া র অভিযোগে অভিযুক্ত আসামি ইয়াসির ওরফে শাহজাহানের জামিন! ছাত্র আন্দোলনের সময়ে গোপনে মহামান্য হাইকোর্ট থেকে জামিন করিয়ে দেন এক সাবেক এমপি প্রার্থী ব্যারিস্টার! সাবেক এমপি সাইমুম সরওয়ার কমল অভিযোগ করেছিলেন তার প্রতিপক্ষ কয়েকজন মিলে ইয়াসির ওরফে শাহজাহানকে রামুতে বৌদ্ধ বিহার পুড়িয়েছিল। গ্রেফতার হবার পর ইয়াসির ওরফে শাহজাহান স্বীকার করেছিল তিনিই আগুন ধরিয়ে দিয়েছিল। কক্সবাজারের এসপি মাহফুজুর রহমান উক্ত ঘটনার ব্যাপারে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছিলেন। রামুর পূর্ব মেরুং লার ইয়াসির ওরফে শাহজাহানের পিতা আব্দুল করীম একজন সন্ত্রাসী ও মামলা বাজ বলে জানা যায়।ছেলের জামিন পেয়ে উক্ত সন্ত্রাসী পিতা আব্দুল করীম রামুর সকল স্থানে কথা বলা বলি করছে তার ছেলে ইয়াসির ওরফে শাহজাহানের বিরোধীদের মামলা সহ হামলা করবেন! আবদুল করীম বি এন পি রাজনীতি করেন বলে জানা গেছে। রামুতে সচেতন মহলের ধারণা ইয়াসির জেল থেকে মুক্তি পাওয়ার পর বৌদ্ধ বিহারের নেতারা আন্দোলনের ঢাক দিতে পারে।অনেকের ধারণা ইয়াসির ওরফে শাহজাহান ও পিতা আব্দুল করীম গং রা মিলে রামুতে সাম্প্রদায়িক দাঙ্গায় নতুন করে আরম্ভ হতে পারে। বিভিন্ন মহলের দাবি এই রকম স্পর্শকাতর মামলা হতে ইয়াসির কে কারা জামিনে মুক্ত করতে ভুমিকা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। এব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ তদন্ত করা জরুরি মনে করছে সচেতন মহল

Share Button

     এ জাতীয় আরো খবর