আমজাদ হোসেন,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের পানের বরজে ভালো ফলনে বেশি লাভের আশা করছেন চাষিরা। তিন থেকে চার মাসে উৎপাদিত এই পান চাষ নতুন মাত্রা যোগ করেছে এখানকার অর্থনীতিতে। যা এই অঞ্চলের পানের চাহিদা অনেকটাই মেটাবে বলে মনে করছেন পান চাষীরা।
জানা গেছে, এমন একটি সম্ভাবনাময় এলাকা পার্বতীপুরের হাবড়া ইউনিয়ন পান বাজার। এখানকার জমি পান চাষে উপযোগী হওয়ায় এ কাজে ঝুঁকে পড়েছে কৃষকরা। পান বাজার সড়কের পাশে তাকালেই চোখে পড়ে ছোট বড় অনেক পানের বরজ। এখানে প্রায় ২০ থেকে ৩০ টি বরজে পান উৎপাদনে ঢুকে পড়েছে চাষিরা। তবে সম্ভাবনাময় এই পান চাষে ঔষধ, সার, কীটনাশক উপকরণ কৃষি সহায়তা পেলে এই উৎপাদন আরো বাড়বে বলে তারা মনে করেন।
পান বাজার এলাকার কৃষক সন্তোষ চন্দ্র রায় জানান, তিনি ও তার ছেলেরা মিলে প্রায় ২ বিঘা জমিতে পানের বরজ লাগিয়েছেন। এবার তিনি একই জমিতে শ্রম ও খরচ ১ লক্ষ টাকা পান বিক্রয় করেছে প্রায় ২ লাখ টাকার।
অন্যান্য পান চাষের মধ্যে রয়েছেন শ্রী নিতাই বাবু, লাল বাবু, অশোক, সঞ্জয়, সুমন ও সুজনসহ বেশ কয়েকজন পানচাষি জানান, তারা এই চাষে লাভবান হচ্ছেন। অন্যান্য ফসলের পাশাপাশি পান চাষে শ্রম দিয়ে বেশ মুনাফা অর্জন করছেন কাজের সঙ্গে জড়িত শ্রমিকরা। নিয়ম অনুযায়ী বৈশাখের শুরুতেই উঁচু জমিতে পানের চারা সারিবদ্ধ ভাবে পানের চারা রোপন করা হয়।
জমি থেকে পানি সহজেই বের হওয়ার জন্য দেওয়া হয় ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। প্রখর রোদের তাপ থেকে চারা বাঁচাতে বাঁশ ও খড়ের সাহায্যে মাচা দেওয়া হয় ৬ থেকে ৭ফুট ওপরে শাওন দেওয়া রয়েছে। কৃষি অফিসের সহযোগীতা পেলে পান উৎপাদন আরো বাড়ানো
সম্ভব বলে তারা মনে করেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন জানান, চাহিদা অনুযায়ী কৃষি অফিস তাদের সুযোগ সুব