October 11, 2024, 6:25 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে রংপুরে মিছিল ও ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালিত

রুস্তম আলী সরকার: রংপুর
ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে রংপুরে মিছিল ও ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালিত। গতকাল ১৩মে ২০২৪, সোমবার সকাল ১১টায় খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের পুনর্বাসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং সর্বজনীন রেশন চালুর দাবিতে রংপুর মহানগরীতে ভূমিহীন ও গৃহহীন সংগঠন, রংপুর এর উদ্যোগে মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে সংগঠনের সদস্য চানমিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলু, সংগঠক আহসানুল আরেফিন তিতু, ভূমিহীন সংগঠক আনোয়ারা বেগম,বিউটি সুলতানা,লাভলী বেগম প্রমূখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য এডভোকেট কামরুন্নাহার খানম শিখা,বাংলাদেশ যুব মৈত্রীর রংপুর মহানগর কমিটির সভাপতি হিজবুল্লাহিল কাফি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সদস্য সাজু বাসফোর। নেতৃবৃন্দ বলেন,সিটি কর্পোরেশন ও পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিহীন ও গৃহহীন জনগণ দীর্ঘদিন যাবৎ তাদের পুনর্বাসনসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে। সরকার প্রধান দেশকে ভূমিহীন শূন্য অবস্থায় নিয়ে আসার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের আকাঙ্খায় অত্র অঞ্চলের ভূমিহীন জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। উল্লেখিত পরিবারগুলোর আবাসনের করুণ অবস্থার বিষয়টি বিভিন্ন সময় আমরা স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসককে জানিয়েছি।তার সাথে নতুন মাত্রা যুক্ত হয়েছে নির্বিচারে উচ্ছেদ।ফলে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো একদিকে হতাশা ও অন্যদিকে উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছে।তাই অবিলম্বে সিটি কর্পোরেশনে বহুতল ভবন নির্মাণ করে ভূমিহীনদের পুনর্বাসনসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

Share Button

     এ জাতীয় আরো খবর