আমজাদ হোসেন,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) পার্বতীপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৪সেপ্টেম্বর) বিকেল ৪ টায় পার্বতীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ের সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভায় ও সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
পার্বতীপুর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান এর সভাপতিত্বে,
প্রধান অতিথি উপস্থিত ছিলেন,বাংলাদেশ শিক্ষক সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি
মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান। উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম সেলিম ও কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম।
বাংলাদেশ শিক্ষক সমিতি পর্বতীপুর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনে উপস্থিত ছিলেন শতাধিক শিক্ষকের সমর্থনে কমিটির সভাপতি করা হয়েছে প্রধান শিক্ষক আবু সালেহ সরকার ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ ফিরোজ। কোষাধক্ষ্য মোহাম্মদ আমিনুর রহমান। দপ্তর সম্পাদক মো: সাকুর হোসেন। সহ-সাধারণ সম্পাদক কাজী সাজেদুর রহমান প্রমূখ।