সামরিক অভ্যুত্থান ঘটিয়ে জান্তা সরকার ক্ষমতা দখল করার জেরে নাইজারকে বহিষ্কার করেছে আফ্রিকার দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এমনকি জান্তা বাহিনী বৈধতা পেতে পারে এমন কোনও কার্যকলাপ সদস্যদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এড়িয়েও চলতে আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা কাউন্সিল।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এখন থেকে নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত দেশটি এই ব্লকের কোনও প্রতিষ্ঠান কিংবা কার্যকলাপে অংশ নিতে পারবে না বলে জানায় এইউ।
এর মাধ্যমে, অভ্যুত্থানকারী জান্তা নেতাদের প্রতি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে মুক্তি দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।
পশ্চিম আফ্রিকার আঞ্চলিক গ্রুপ ইকোওয়াস ইতিমধ্যে বাজুমকে পুনর্বহাল করার জন্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে।
এদিকে, নাইজারের জান্তা সরকার বলেছে যে তিন বছরের জন্য বেসামরিক শাসন পুনরুদ্ধার করা যাবে না। যদিও ইকোওয়াস এটিকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে।
গত ২৬ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড। পরে সেনাবাহিনী ওই অভ্যুত্থানে সমর্থন দেয়। প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে বন্দি করে এবং নির্বাচিত সরকারকে বিলুপ্ত ঘোষণা করে ক্ষমতার দখল নেয় জান্তা বাহিনী।
আঞ্চলিক জোট ইকোওয়াস এ অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়ে বন্দি প্রেসিডেন্টকে মুক্তি দিয়ে তার হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আল্টিমেটাম দেয়। নতুবা এমনকি সামরিক হস্তক্ষেপ করা হতে পারে বলেও হুমকি দেয়।
নাইজারের সামরিক নেতৃত্ব ওই আল্টিমেটাম উপেক্ষা করলে গত বৃহস্পতিবার সংকট সমাধানে পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনার জন্য বৈঠক করেন ইকোওয়াসের নেতারা।
ইকোওয়াসের ১৫টি সাদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি রাষ্ট্র ইতিমধ্যে সৈন্য পাঠাতে সম্মত হয়।
অন্যদিকে, জান্তা সরকারের প্রধান জেনারেল চিয়ানি অভিযোগ করে বলেন, বিদেশি সেনাবাহিনীর সহযোগিতায় নাইজারে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে ইকোওয়াস। এটি ‘অবৈধ’ ও ‘অমানবিক’ বলে নিন্দা করেছিলেন তিনি।
চিয়ানি বলেন, আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো উচ্চাকাঙ্ক্ষা আমাদের নেই। আমরা সংলাপের জন্য প্রস্তুত রয়েছি।
২০২০ সাল থেকে অভ্যুত্থানের জেরে আফ্রিকান ইউনিয়নের সাজার মুখে পড়া চতুর্থ দেশ নাইজার। বাকি তিন দেশ হচ্ছে, বুরকিনা ফাসো, গায়ানা এবং মালি।