পাকিস্তানের পিন্ডি ভাটিয়ানের কাছে একটি ডিজেলবাহী পিক আপ ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের পর আগুন লেগে ১৮ জন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আজ রোববার ভোরে এ দুর্ঘনা ঘটেছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে করাচি থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিল। নিহতদের মধ্যে উভয় গাড়ির চালক রয়েছেন।
স্থানীয় মেডিকেল সুপারিনটেনডেন্ট বলেন, আহতদের পিন্ডি ভাটিয়ান ও ফয়সালাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ডা. ফাহাদ বলেন, আহ ভোর ৪টার দিকে যাত্রীবাহী বাসটিকে পিক আপটি ধাক্কা দেওয়ার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন।
ডা. ফাহাদ আরও জানান, ইতিমধ্যে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় সনাক্ত করা হবে।
এর আগে গত জুলাইয়ে পাঞ্জাবের রাজনপুর জেলার ফাজিলপুর এলাকায় একটি বাস উল্টে একজন নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ২০ জন।