সিঙ্গাপুরের ইতিহাসে সবচেয়ে বড় মানিলন্ডারিংবিরোধী অভিযানে প্রায় ১০০ কোটি ডলারের অর্থ-সম্পদ জব্দ করেছে দেশটির পুলিশ। গত মঙ্গলবার সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রেইটসটাইমস।
এতে বলা হয়, জব্দের তালিকায় নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি, অলংকার, হাতব্যাগ, ঘড়ি, মদ, মুঠোফোন, কম্পিউটারসহ নানা জিনিস রয়েছে। গত মঙ্গলবার পুলিশ সিঙ্গাপুরের ট্যাংগ্লিন, বুকিট টিমাহ, অরচার্ড রোড, সেনটোসা, রিভার ভ্যালিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের পর গতকাল বুধবার রাতে নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সিঙ্গাপুর পুলিশ। এছাড়া আরও ১২ জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে আরও আটজনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
অভিযুক্ত ব্যক্তিরা চীন, তুরস্ক, সাইপ্রাস, কম্বোডিয়া ও নি-ভানুয়াতুর নাগরিক বলে জানিয়েছে পুলিশ। এদিকে, জালিয়াতির প্রমাণ পাওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে রাখার কথা জানিয়েছে সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক।
সিঙ্গাপুরের আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযুক্তরা অর্থ পাচার ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত।
স্থানীয় পুলিশ জানায়, আর্থিক প্রতিষ্ঠান থেকে সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত শুরু করে। পুলিশ অভিযুক্তদের সংশ্লিষ্ট ৩৫টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।
সিঙ্গাপুর পুলিশের কর্মকর্তা ডেভিড চিউ বলেন, পুলিশ, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের সঙ্গে মিলে মানি লন্ডারিং প্রতিরোধে কাজ করবে।