January 15, 2025, 9:03 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আফগানিস্তানে সুড়ঙ্গের ট্যাংক বিস্ফোরণে নিহত ১৯

অনলাইন ডেস্ক:-

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুড়ঙ্গে জ্বালানি ট্যাংক বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন।

শনিবার রাত সাড়ে ৮টায় কাবুলের উত্তরাঞ্চরের সুড়ঙ্গে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

কাবুল থেকে প্রায় ৮০ মাইল দূরে বিশ শতকের ষাট দশকে নির্মাণ করা হয়েছিল উত্তরের সালাং সুরঙ্গ। দেশটির উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণের যোগাযোগের মূল সংযোগ পথ এ সুরঙ্গ।

পারওয়ান প্রদেশের মুখপাত্র সাইদ হাইমাতুল্লাহ শামিম বলেন, রাতে সুড়ঙ্গে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগানের মতে, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ পেয়েছে পারওয়ানের স্বাস্থ্য বিভাগ। এছাড়া আহত ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিস্ফোরণে নিহতদের মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে। বাকিরা মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভী হামিদুল্লাহ মিসবাহ বলেন, বিস্ফোরণের কারণে সুড়ঙ্গে ধরে যাওয়া আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এরপর সুড়ঙ্গটি চালু করতে কাজ শুরু করেছেন স্থানীয় প্রশাসনের কর্মীরা।

সূত্র- আরব নিউজ।

Share Button

     এ জাতীয় আরো খবর