June 28, 2024, 12:16 am

সংবাদ শিরোনাম
রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা পার্বতীপুরে ৩দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন ও বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ পার্বতীপুরে পাট উৎপাদনকারী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন উখিয়ায় প্রাইভেটকারসহ ২৫ হাজার ৮’শ ইয়াবা নিয়ে চালক আটক

শিগগিরই প্রধানমন্ত্রীর জাপান সফর অনুষ্ঠিত হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:- 

এডুকেশন সিটি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে  প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

গত বছরের শেষে অভিজ্ঞ কোচ অস্কার তাবারেজের স্থানে দিয়েগো আলনসো দায়িত্ব নেবার পর থেকেই লা সেলেস্তারা দুর্দান্ত ফর্মে রয়েছে।

১৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন তাবারেজকে যখন বরখাস্ত করা হয় তখন উরুগুয়ের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ঝড় আসে। পুরো দলই এলোমেলো হয়ে যায়। যদিও এই সময়ে তাদের মাঠের পারফরমেন্সে এর কোন প্রভাব পড়েনি।

আলনসো এসেই পুরো দলকে নতুন করে গড়ে তুলেন। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে বেশ কিছু বাজে পরফরমেন্সের পর ধীরে ধীরে উরুগুয়ে নিজেদের মেলে ধরে। সেই ধারা মেনে আসরে নিজেদের প্রথম ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করেছেন তিনি।

এদিকে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া চাপে থাকা কোচ পাওলো বেনটোর অধীনে খেলতে নামছে। কাতারের প্রস্তুতিতে দলটির মধ্য ঘাটতি ছিল।ইনজুরি সমস্যা কাটিয়ে আজ খেলছেন দলের মূল তারকা সন হিউং মিন। চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের হয়ে খেলতে গিয়ে মুখে আঘাত লাগায় তার অস্ত্রোপচার করাতে হয়েছে। 

উরুগুয়ে দল: সার্জিও রোচেট, জোসে হিমেনেজ, দিয়েগো গডিন, ম্যাথিয়াস অলিভেরা, মার্টিন ক্যাসারেস, ম্যাথিয়াস ভেসিনো, রদ্রিগো বেনতাঙ্কুর, ফেদরিকো ভালভার্দে, ফাকুনদো পেলিস্ত্রি, লুইস সুয়ারেজ, ডারউইন নুনেজ।

দক্ষিণ কোরিয়া দল: কিম সেঙ্গুয়ু, কিম জিনসু, কিম মিনযাই, কিম মুনহোয়ান, কিম ইয়ুঙ্গুন, জুং উয়ুং, হোয়াং ইনবেওম, সন হিউং মিন, লি জিসাং, না সাঙ্ঘো, হোয়াং উইজো।

Share Button

     এ জাতীয় আরো খবর