অনলাইন ডেস্ক:-
গত বছরের শেষে অভিজ্ঞ কোচ অস্কার তাবারেজের স্থানে দিয়েগো আলনসো দায়িত্ব নেবার পর থেকেই লা সেলেস্তারা দুর্দান্ত ফর্মে রয়েছে।
১৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন তাবারেজকে যখন বরখাস্ত করা হয় তখন উরুগুয়ের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ঝড় আসে। পুরো দলই এলোমেলো হয়ে যায়। যদিও এই সময়ে তাদের মাঠের পারফরমেন্সে এর কোন প্রভাব পড়েনি।
আলনসো এসেই পুরো দলকে নতুন করে গড়ে তুলেন। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে বেশ কিছু বাজে পরফরমেন্সের পর ধীরে ধীরে উরুগুয়ে নিজেদের মেলে ধরে। সেই ধারা মেনে আসরে নিজেদের প্রথম ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করেছেন তিনি।
এদিকে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া চাপে থাকা কোচ পাওলো বেনটোর অধীনে খেলতে নামছে। কাতারের প্রস্তুতিতে দলটির মধ্য ঘাটতি ছিল।ইনজুরি সমস্যা কাটিয়ে আজ খেলছেন দলের মূল তারকা সন হিউং মিন। চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের হয়ে খেলতে গিয়ে মুখে আঘাত লাগায় তার অস্ত্রোপচার করাতে হয়েছে।
উরুগুয়ে দল: সার্জিও রোচেট, জোসে হিমেনেজ, দিয়েগো গডিন, ম্যাথিয়াস অলিভেরা, মার্টিন ক্যাসারেস, ম্যাথিয়াস ভেসিনো, রদ্রিগো বেনতাঙ্কুর, ফেদরিকো ভালভার্দে, ফাকুনদো পেলিস্ত্রি, লুইস সুয়ারেজ, ডারউইন নুনেজ।
দক্ষিণ কোরিয়া দল: কিম সেঙ্গুয়ু, কিম জিনসু, কিম মিনযাই, কিম মুনহোয়ান, কিম ইয়ুঙ্গুন, জুং উয়ুং, হোয়াং ইনবেওম, সন হিউং মিন, লি জিসাং, না সাঙ্ঘো, হোয়াং উইজো।