June 22, 2025, 2:44 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

মিজান মোহাম্মদঃ বিশেষ প্রতিবেদক,সিলেট ঃ

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ১৩ ওভারে তুলেছে ওপেনার সাদমান ইসলামকে হারিয়ে স্কোর বোর্ডে তুলেছে ৫৭ রান। সারাদিন জিম্বাবুয়ে নিজেদের করে রাখলেও দিনের শেষ আলো নিজেদের করে নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাদমানের উইকেট হারিয়ে বসে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ দিয়ে সাঝঘরে ফেরেন তিনি।

এর আগে, সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে থেমেছে সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশের চেয়ে লিড নিয়েছে ৮২ রানের।

সোমবার (২১ এপ্রিল) সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রথম দিনে শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১০ ওভারে ৬৭ রান করেছিল জিম্বাবুয়ে। চার চারজন নিয়মিত বলার ব্যবহার করেও বাংলাদেশ পায়নি কোন উইকেটের দেখা! উইকেট শুন্য থাকা জিম্বাবুয়ে শিবিরে আজ দিনের শুরুতে প্রথম আঘাত হানেন নাহিদ রানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পেতে থাকেন বাংলাদেশের বোলাররা।

দুইশর আগেই ৬ উইকেট হারালেও জিম্বাবুয়ের শেষের দিকের ব্যাটাররা দারুণ প্রতিরোধ গড়েন। সাতে নেমে নায়াশা মায়াভো ৫৪ বলে করেন ৩৫ রান। নয়ে নেমে রিচার্ড এনগারাভা করেন অপরাজিত ২৮ রান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ১৭ রান করা ব্লেজিং মুজারাবানি। তাতে বড় লিড পেয়েছে সফরকারীরা।

তবে জিম্বাবুয়ের রানের লাগাম টেনে রাখতে বড় ভূমিকা রেখেছেন মেহেদি হাসান মিরাজ এবং নাহিদ রানা। মিরাজ ৫২ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। আর নাহিদ রানার গতি সামলাতে ব্যাপক নেওয়ার পরও তাকে ৩ উইকেট উপহার দিয়েছে জিম্বাবুয়ে। অপরদিকে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন উইলিয়ামস। বেনেট করেছেন ৩৫।

Share Button

     এ জাতীয় আরো খবর