June 22, 2025, 1:33 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

সম্প্রীতির অনন্য নজির বসিরহাটে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় শান্তির বার্তা মেলে সংকীর্তনে

হাসানুজ্জামান কলকাতা:

দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হানাহানিতে বিধ্বস্ত হয়ে রয়েছে গোটা মানব সম্প্রদায়। সর্বত্রই যেন শান্তিকে গ্রাস করেছে অশান্তির আঁচ। ভ্রাতৃত্ব ও মূল্যবোধ ভুলে গিয়ে একাধিক জায়গায় মানুষ আজ ধ্বংসের খেলায় নেমেছে। ভুলেছে শান্তির বার্তা। সেই শান্তির বার্তাকে পুনরায় মানুষের মধ্যে পৌঁছে দিতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় বসিরহাটে আয়োজিত হলো সপ্তাহ ব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টপ্রহর ব্যাপী লীলা কীর্তন।

বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের উত্তর বাগুন্ডি গোডাউন পাড়ার মাঠে উত্তর বাগুন্ডি ১নং কলোনি ও সমগ্র রাজীব পল্লী বাসিন্দারা একত্রিত হয়ে বিগত ৩২ বছর ধরে এই সংকীর্তনের আয়োজন করে চলেছেন। সেখানে প্রবেশ করলে দেখা যায় কোথাও স্বামী বিবেকানন্দ, কোথাও চৈতন্য মহাপ্রভু আবার কোথাও শ্রীকৃষ্ণের শান্তির বার্তা দেওয়া রয়েছে। বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা থেকে চাঁদা সংগ্রহ করে সমস্ত সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় সপ্তাহব্যাপী এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোনোদিন খিচুড়ি, লাবড়া বা আলুর দম। আবার কোনোদিন ভাত, ডাল ও সব্জিকে প্রসাদ হিসাবে মানুষের মধ্যে বিতরণ করা হয়। সপ্তাহব্যাপী লক্ষাধিক মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে।

এই সংকীর্তনের অন্যতম উদ্যোক্তা পরিমল হাউলি বলেন, “সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমাদের এই লীলা কীর্তন। আমরা এখান থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষকেই শান্তির বার্তা দিই এবং পৃথিবীকে আগামী দিনের বাসযোগ্য করার প্রয়াস করি।” আয়োজকদের পক্ষ থেকে গৌর পদ গাইন ও ষষ্ঠীবর ঘোষরা বলেন, “আমরা মনে করি যদি কোন মানুষ তার নিজের ধর্মকেই মন থেকে মানে তাহলে শান্তি আসবেই। সম্প্রীতির মধ্য দিয়েই আমরা এই অনুষ্ঠান পরিচালনা করি।”

Share Button

     এ জাতীয় আরো খবর